অধিকার বুঝে নিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে শিক্ষক সংগঠন

পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম নাগরিকত্ব ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক সংগঠন। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পথে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷

কলকাতা:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথম নাগরিকত্ব ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে কোনো শিক্ষক সংগঠন। মামলা প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক মইদুল  ইসলামের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের এই আইন জনবিরোধি ও অসাংবিধানিক।

তাঁর মতে এই লড়াই ভারতীয়ত্বের সঙ্গে অভারতীয়ত্বের, ধর্ম বা জাতির নয়, এই লড়াইটি ভারতবর্ষকে তার বহুত্ববাদী ভারতীয়ত্বকে বাঁচিয়ে রাখার লড়াই ৷ প্রত্যেক গর্বিত ভারতবাসী এই লড়াইয়ে সামিল হবেন বলেই তাঁর বিশ্বাস। ধর্মবিভেদ প্রসঙ্গে তিনি বলেন “প্রতিটি ভারতবাসীর ধর্মগ্রন্থ হয়ে উঠুক ভারতীয় সংবিধান”৷

তাই ভারতীয় সংবিধান শুধু পড়া বা জানার জন্য নয় বরং অনুধারণ যোগ্য”। প্রসঙ্গত, সংবিধান রক্ষার্থে এই জনবিরোধি ও সংবিধান বিরোধি আইন বাতিলের দাবীতে প্রথমদিন থেকেই বিরোধিতা করে আসছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ৷ এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি হিসেবে গত ১৩ ই জানুয়ারী ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত মহামিছিল করা হয় ৷ সেদিন মিছিলের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্যের প্রতিবাদে দলের রাজ্য অফিস ঘেরাও করে এই শিক্ষক সংগঠন।

এই আইনের বিরোধিতায় এবং জনসাধারণকে এবিষয়ে সচেতন করতে রাজ্যের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল সর্বত্রই একাধিক কর্মসূচি জারি রেখেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। চলতি সপ্তাহ থেকে একেরপর এক মহামিছিলের কর্মসূচিও গৃহীত হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ২০ জানুয়ারি সোমবার ডায়মন্ডহারবারে মহামিছিল করা হয়। এরপর ২১জানুয়ারি ক্যানিংয়ে, ২২জানুয়ারি সরিষায়, ২৫ জানুয়ারি জয়নগর ,২৬ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মহিষাদল এবং ৩০ শে জানুয়ারী শিলিগুড়িতে মহামিছলের আয়োজন করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =