জেলে বসে কী করছেন ‘ম্যাডাম দেবযানী’? জানলে চমকে উঠবেন

জেলে বসে কী করছেন ‘ম্যাডাম দেবযানী’? জানলে চমকে উঠবেন

c75d9aca3903a2ec275b58a926df22f2

কলকাতা: আগামী সপ্তাহে পরপর দু’টি অনুষ্ঠান৷ জেলে বসে নেতাজি জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর অনুষ্ঠানের জন্য বন্দিদের প্রশিক্ষণে ব্যস্ত ‘সারদারানি’ দেবযানী ম্যাডাম! নাওয়া-খাওয়া ভুলে অনুষ্ঠান নিয়ে ভীষণ ব্যস্ত জেলবন্দি সারদা’য় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়৷

এর আগে বেশ কিছুদিন ছিলেন প্রেসিডেন্সি মহিলা সংশোধনাগারে৷ এখন তাঁর ঠিকানা দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে৷ জানা গিয়েছে, সেখানেই সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ব্যস্ত করে তুলেছেন জেলের  ‘নয়নের মণি’ দেবযানী ম্যাডাম৷ জেলে বন্দিদের নিয়ে করছেন সংস্কৃতি চর্চা৷

এর আগেও বিশেষ বিশেষ দিনে বিভিন্ন জেলেএকাধিক অনুষ্ঠান করেছেন দেবযানী ম্যাডাম৷ এবারও তার ব্যথিক্রম ঘটেনি৷ বন্দিদের নিয়ে সংস্কৃতিক দল গড়ে চালিয়ে যাচ্ছেন নানান অনুষ্ঠান৷ মহিলা বন্দিদের নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন ‘ম্যাডাম’৷ ব্যস্ততা উঠেছে তুঙ্গে৷

অনুষ্ঠানের তালিকায় রয়েছে সঙ্গীত থেকে নৃত্য, ব্রতচারী, আবৃত্তি ও যেমন খুশি সাঁজো ও নাটক৷ কীভাবে অনুষ্ঠান হবে? তার পরিকল্পনাও হয়ে গিয়েছে৷ দেবযানী ম্যাডামের হাত ধরে চলছে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের প্রস্তুতি৷ মহড়ায় ভুল হলেই রীতিমতো বইয়ের পাতা খুলে প্রতিটি লাইন অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন৷ কোথায় সমস্যা হচ্ছে, তাও জানিয়ে দিচ্ছেন৷ দমদম জেলে বন্দিদের পাশে থেকে দেবযানী যেভাবে নিজেকে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ননিজেকে যুক্ত করে নিয়েছেন, তাতে রীতিমতো খুশি জেল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *