একলাফে বাসভাড়া বাড়তে পরে ৩ টাকা! তুঙ্গে চর্চা

একলাফে বাসভাড়া বাড়তে পরে ৩ টাকা! তুঙ্গে চর্চা

কলকাতা: লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম৷ আর তাতেই চওড়া হচ্ছে লোকসান৷ ক্ষতি বাড়তে থাকায় ফের বাসভাড়া বৃদ্ধির দাবিতে সবর বাস-ট্যাক্সি মালিক সংগঠনগুলি৷ তেলের দাম অনুযায়ী বাসভাড়া বৃদ্ধির দাবিতে টানা তিন দিন অবস্থাব বিক্ষোভের ডাক মালিক সংগঠনের৷

বাস ও ট্যাক্সি মালিক সংগঠগুলির দাবি, যে হারে তেলের দাম বাড়ছে, তাতে বাস ও ট্যাক্সি ভাড়া না বাড়ালে পরিষেবা চালানো তাদের পক্ষে সম্ভব নয়৷ ফলে, অবিলম্বে বাসের ন্যূনতম ভাড়া করা হোক ৯টাকা৷ এই মুহূর্তে বাসের ন্যূনতম ভাড়া ৬টাকা৷ সেই ভাড়া একলাফে ৩ টাকা বাড়ানোর দাবি বাস মালিক সংগঠনের৷

একই সঙ্গে লাক্সারি ট্যাক্সির ন্যূনতম ভাড়া ১৫০০টাকা করার দাবিও জানানো হয়েছে৷ বাস ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে ইতিমধ্যেই বাস ও ট্যাক্সি মালিক সংগঠনের তরফে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ধর্মতলা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে৷ সেখান থেকে বাস ও ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি তোলা হয়েছে সংগঠনের তরফে৷ সরকার এই দাবি না মানলে পরিষেবা বন্ধ রাখারও হুশিয়ারি দিয়ে রেখেছেন বাস মালিকদের একাংশ৷

২০১৮ সালে ১১ জুন শেষবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়৷ প্রথম চার কিমির জন্য এখন দিতে হয় ৭ টাকা ভাড়া৷ ৪ থেকে ১২ কিমি পর্যন্ত বাস ভাড়া ৯ টাকা৷ ১২ থেকে ১৬ কিমি পর্যন্ত ১০ টাকা৷ ১৬ থেকে ২০ কিমি পর্যন্ত ভাড়া ১১ টাকা৷ ২০ থেকে ২৪ কিমি পর্যন্ত ১২ টাকা৷ ২৪ কিমির পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে৷ মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া এখন ৮ টাকা৷ প্রথম তিন কিমি এই ভাড়ায় যাওয়া যায়৷ ৩ থেকে ৬ কিমি মিনি বাস ভাড়া ৯ টাকা৷ ৬ থেকে ১০ কিমি ১০ টাকা৷ ১৬ কিমি পর্যন্ত ১১টাকা৷ ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =