কলকাতা: এক আহত বৃদ্ধকে কোনোমতে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে এক যুবক। বৃদ্ধের চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। হাঁটুতে, মুখে চোট। পরণের ছেঁড়া গেছে লুঙ্গিতেও রক্তের ছাপ। রবিবার এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা যায় ওই যুবকের নাম অলিদ আলি। তিনি কাঁথির শ্রীরামপুরের বাসিন্দা। উলুবেড়িয়ার আলামিন মিশন স্কুলের লাইফ সায়েন্সের গেস্ট টিচার। সকাল সকাল বেরিয়েছিলেন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) পরীক্ষায় বসবেন বলে। পরীক্ষাকেন্দ্র পাঁশকুড়া বনমালী কলেজের পৌঁছনোর আগে আহত ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে সময় পেরিয়ে যায়। পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছে গেলেও ততক্ষণে অনেকটা সময় অতিক্রান্ত। অনুমতি মেলেনি পরীক্ষায় বসার। পরে খবর ছড়িয়ে পড়তে ওই পরীক্ষার্থীকে ডেকে পাঠাল সিএসসি৷
ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য মানবিক দায় এড়াতে পারেননি। তবে দায় এড়িয়ে যাননি কর্তৃপক্ষও। এই খবর কানে পৌঁছতেই মঙ্গলবার সকালে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বনমালী কলেজ এবং সিএসসি কর্তৃপক্ষ। এসময়ে এমন মানবিক দৃষ্টান্ত সত্যিই বিরল। আগামী ২৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠিয়েছেন সিএসসি-র চেয়ারম্যান দীপক কর। নিয়মের বাইরে গিয়ে অলিদের পরীক্ষায় বসার ব্যবস্থা করতে না পারলেও, অলিদের মত মহান হৃদয় এক যুবকের পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ জোগাতে এবং পরের বার পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাতে চান।
বনমালী কলেজের অধ্যক্ষ নিজেও ফোনে জানিয়েছেন সিএসসি কর্তৃপক্ষের ইচ্ছের কথা। কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন সিএসসি-র চেয়ারম্যান। তবে এই ঘটনায় আশাহত হলেও ভেঙে পরেননি অলিদ। তাঁর কথায় জীবনে অনেক পরীক্ষায় বসেছেন আগামী দিনেও এমন অনেক পরীক্ষায় বসার সুযোগ আসবে, কিন্তু অসহায় ওই বৃদ্ধের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে পেরে তিনি অনেক বেশি গর্বিত।