কলকাতা: বাইক কিংবা গাড়ি আছে? তাহলে এখনই সাবধান৷ কেননা, কর ফাঁকি দেওয়ার দায়ে অন্তত ৫ লক্ষ গাড়ি-বাইক মালিককে নোটিস পাঠাতে চলেছে রাজ্য৷ ৩১ জানুয়ারির মধ্যে বকেয়া টাকা না মেটালে জরিমানা সহ ধরপাকড় শুরু হতে পারে৷
জানা গিয়েছে, গোটা রাজ্যজুড়ে কমপক্ষে সাড়ে ৩ লক্ষ গাড়ি রোড ট্যাক্স বকেয়া৷ কর ফাঁকি দিয়ে চলছে চলাচল৷ রোড ট্যাক্স বকেয়া রয়েছে দু’তিন বছরের বেশি৷ ফলে, জরিমানা-সহ সেই বকেয়া করের অঙ্ক কমপক্ষে ৫০০ কোটি টাকা বলে অনুমান৷ সেই করের টাকা জনতার থেকে তুলতে গাড়ি মালিককে চিহ্নিত করে নোটিস পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য৷
হিসেব বলছে, রাজ্যজুড়ে দেড় লাক্ষের বেশি গাড়ির যথাযথ ফিটনেস সার্টিফিকেট বা সিএফ নেই৷ সিএফ বাবদ ফিও বকেয়া৷ তাতে রাজ্যের ক্ষতি ৫৫ কোটি টাকা৷ রোড ট্যাক্স ও সিএফ যাদের বকেয়া, তাদের ইতিমধ্যেই নোটিস পাঠানো হচ্ছে পরিবহণ দপ্তর৷ নিটিসে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে হবে৷ আর তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
গাড়ির মালিকরা বাণিজ্যিক গাড়ির বকেয়া সিএফ জরিমানা বাবদ অতিরিক্ত ফি মেটাতে পারেন৷ মাত্র ১ হাজার ৫০০ টাকা দিলেই জরিমানার অতিরিক্ত বকেয়া ফি মিটিয়ে দেওয়া যাবে বলেও জানা গিয়েছে৷ নোটিস পাওয়ার পর জানুয়ারির মধ্যে রোড ট্যাক্স ও সিএফের বকেয়া মেটাতে বলা হয়েছে৷