CAA: বাড়িতে গিয়ে জনতাকে বোঝাবে তৃণমূল, চূড়ান্ত কর্মসূচি

CAA: বাড়িতে গিয়ে জনতাকে বোঝাবে তৃণমূল, চূড়ান্ত কর্মসূচি

 

কলকাতা: নাগরিক আইনের বিরুদ্ধে এবার বাড়ি বাড়ি গিয়ে জনতাকে বোঝানোর কৌশল নিল তৃণমূল৷ বিজেপির অভিনন্দন যাত্রার পাল্টা হিসেবে তৃণমূলের বাড়ি বাড়ি অভিযান কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নয়া কৌতূহল৷ 

আজ তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী মাসের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল৷ তাতে আগামী ৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি রয়েছে৷ ৬ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে মৌন মিছিল করবে তৃণমূল৷ ৮ ও ৯ ফেব্রুয়ারি তপশিলি জাতিদের বাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে৷ তপশিলিদের বাড়িতে যাবেন নেতাকর্মীরা, দিদিকে কর্মসূচির মতো৷ ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি তৃণমূলের বেশ কিছু কর্মসূচি রয়েছে৷ ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি রানাঘাটে ও বনগাঁয় জনসভা হওয়ার কথা৷

আজ নাগরিক আইন ও নাগরিকপঞ্জি-সহ পুরসভা নির্বাচন সংক্রান্ত একাধিক ইস্যুতে দলীয় বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল ভবনে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতিরা৷ উত্তরবঙ্গ সফর শেষ করে আজ দলীয় বৈঠকে অংশ নেন মমতা৷  বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ৫ ফেব্রুয়ারি, ব্লকগুলিতে মানব বন্ধন কর্মসূচি, ৬ ফেব্রুয়ারি ব্লকে-ব্লকে মৌন মিছিল, ৭ ফেব্রুয়ারি স্ট্রিট কর্নার, ব্লকে বৈঠক,  ৮ ফেব্রুয়ারি বুথভিত্তিক বৈঠক করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *