কবে হবে বসন্ত উৎসব? পিছু হটে ঘোষণা বিশ্বভারতীর

কবে হবে বসন্ত উৎসব? পিছু হটে ঘোষণা বিশ্বভারতীর

বোলপুর: অবশেষে কাটল দোলাচল৷ দোলের দিনেই বিশ্বভারতীতে হবে বসন্ত উৎসব৷ শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ জট কেটেছে বলে খবর৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের দিন বসন্ত উৎসব হবে৷

বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকার বসন্ত উৎসবের দিন নিরাপত্তা সুনিশ্চিত করার প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছে৷ সেই কারণে দলের দিন বসন্ত উৎসব করতে আর কোন সমস্যা নেই৷ এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফা জানিয়েছিলেন, বিশ্বভারতীতে কেন দোলের দিন বসন্ত উৎসব হবে না? তা তিনি খতিয়ে দেখবেন৷ এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছিলেন তিনি৷

বিশ্বভারতী কর্তৃপক্ষ নিরাপত্তার কারণ দেখিয়ে দোলের দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নেয়৷ বসন্ত উৎসব এগিয়ে আনার ঘোষণাও করা হয়৷ এরপর বিশ্বভারতীর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান শিক্ষামন্ত্রী৷ পরে এই নিয়ে বৈঠকের পর কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের দিনেই বিশ্বভারতীতে হবে বসন্ত উৎসব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eighteen =