আন্তর্জাতিক সূচি এড়িয়ে আগাম খুলছে কলকাতা বই মেলার দরজা, কেন জানেন?

আন্তর্জাতিক সূচি এড়িয়ে আগাম খুলছে কলকাতা বই মেলার দরজা, কেন জানেন?

85161cc3b324882de3a7af1949edb935

কলকাতা: অন্তর্জাতিক ক্যালেন্ডারকে পাত্তা না দিয়ে নির্দিষ্ট সময়ের আগে উদ্বোধন হতে চলেছে কলকাতা বই মেলা৷ অন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২০ সালের বই মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ২৯ জানুয়ারি৷ কিন্তু সেই তারিখের পরিবর্তে ২৮ জানুয়ারি উদোধন হতে চলেছে ৪৪ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা৷

কিন্তু, কেন এই সূচি বদল? জানা গিয়েছে, এ বছর সরস্বতী পুজো ২৯ জানুয়ারি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ পাবলিসার্স অ্যাণ্ড বুক সেলারস গিল্ড উদ্বোধনের তারিখ এগিয়ে ২৮ জানুয়ারি স্থির করেছে৷ প্রতি বছরের মতো এই বছরেও বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বই মেলার এবারের থিম রাশিয়া৷ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এবারের বইমেলা ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল৷ অনিবার্য কারণ বশত উদ্বোধনের দিন একদিন এগিয়ে এলেও বইমেলার সমাপ্তির দিন অপরিবর্তিত থাকছে বলে গিল্ড সূত্রে জানা গিয়েছে৷ 

এবারের মেলার ৬০০ টিরও বেশি বইয়ের স্টল থাকছে৷ দুটি প্যাভিলিয়ান থাকছে ইংরাজি বইয়ের জন্য৷ আকারে বৃহৎ হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ান৷ যেহেতু এবারের থিম রাশিয়া সেইকারণে বহু জনপ্রিয় বাঙালি লেখকের রাশিয়ান অনুবাদ বই পাওয়া যাবে মেলা প্রাঙ্গণে৷ গিল্ডের পরিকল্পনা মাফিক এবারে একটি আন্তর্জাতিক প্যাভিলিয়ান থাকারও সম্ভবনা রয়েছে মেলায় যেখানে ২৯টি দেশের বইয়ের স্টল থাকবে বলে জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *