সিগারেট ছাড়তে ছাইছেন? ম্যাজিকের মতো কাজ করছে হোমিওপ্যাথি!

সিগারেট ছাড়তে ছাইছেন? ম্যাজিকের মতো কাজ করছে হোমিওপ্যাথি!

9ee011e8d66a86ac78f74497d9442d5c

কলকাতা: ধূমপান, পান মশলা, খৈনী ইত্যাদি ছাড়াও বিবিধ প্রকার তামাকজাত দ্রব্যের অবিরাম হাতছানি থেকে দূরে থাকতে এবার পরিত্রাতার ভূমিকা নিচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা৷ নেশাগ্রস্থ মানুষকে কার্যত নতুন পথের দিশা দেখালেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির পেডিয়াট্রিক ও অ্যানাটমি বিভাগ৷

এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা দীর্ঘদিন ধরে তামাকজাত দ্রব্য সেবন করে যাচ্ছেন৷ বহু বার চেষ্টা করেও নেশার কবল থেকে বেরিয়ে আসতে পারেননি৷ এবার তারাও দৃঢ় ইচ্ছা শক্তির জোরে এবং কতকগুলি হোমিওপ্যাথি ওষুধ নিয়মিত গ্রহণের মাধ্যমে বহুদিনের কাঙ্খিত নেশামুক্তির ইচ্ছে বাস্তবায়িত করতে পারবেন৷

প্রথমে নেশাগ্রস্থ মানুষের অবগত হওয়া উচিত, তামাকজাত দ্রব্য সেবনের ফলে শরীরে কি কি ধরণের অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে৷ তামাকজাত দ্রব্যের প্যাকেটে, টিভিতে, সিনেমার বিজ্ঞাপনের সৌজন্যে ইতিমধ্য সাধারণ মানুষ জেনে গিয়েছেন, তামাক সেবন ক্যান্সারের কারণ৷ যদিও এই তথ্য নিয়ে বিতর্ক আছে৷ তবে, নেশার কারণে একাধিক  অসুখ যেমন হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা, ইস্কিমিয়া, স্ট্রোক, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, অ্যানিউরিজম অব অ্যাওটা, পেরিফেরাল আর্টারি ডিজিজ, ছানি, গ্লকোমা, ডিমেনশিয়া, ইত্যাদি দেখা যায়৷

মহিলাদের ক্ষেত্রে আবার গর্ভধারণ করতে সমস্যা, গর্ভস্থ শিশুর গঠনগত সমস্যা, নির্দিষ্ট সময়ের পূর্বেই শারীরিক ত্রুটিযুক্ত শিশুর জন্ম ইত্যাদি দেখা যায়৷ তবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করলে প্রাথমিক পর্যায়ে আসক্ত ব্যক্তিকে নেশা থেকে সম্পূর্ন বেরিয়ে আসতে হবে৷  মস্তিষ্ক একাধিক বার নেশার দ্রব্য গ্রহণের ইঙ্গিত দিলেও খুবই সচেতনভাবে তা অগ্রাহ্য করতে হবে৷ এদিকে আবার সময় মতন নেশার সামগ্রী না পেলে উইথড্রল সিন্ড্রোম দেখা দেবে৷ এই সময় ওই ব্যক্তি একাধিক শারীরিক অস্বাচ্ছন্দ্যের মুখোমুখি হবেন৷ এই সময়েই ট্যাবেকাম, ফসফরাস, ক্যালাডিয়াম, লোবেলিয়া ইনফ্লেটা, আর্সেনিক অ্যালবাম কোকা ইত্যাদি উইথড্রল সিণ্ড্রোম নাশক ওষুধগুলি সেবন করতে হবে৷ চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট সময়ে এই ওষুধগুলি সেবন খুবই জরুরি৷

তবে যারা একটানা বিরামহীন ভাবে ধূমপান করতে থাকেন তাদের জন্য স্ট্যাফিসাগ্রিয়া, ড্যাফনি ইন্ডিকা ইত্যাদি অধিক কার্যকর হয়৷ তবে নেশা মুক্তির ক্ষেত্রে ওষুধ, ইঞ্জেকশন কোনোটাই ততক্ষণ কার্যকর হয় না যতক্ষণ না অবধি আসক্ত ব্যক্তি নিজেই নিজের নেশা মুক্তি চাইছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *