নিউ ইয়র্ক: করোনার চেয়েও ‘মারাত্মক’ অতিমারি হানা দেবে পৃথিবীর বুকে। পরবর্তী অতিমারির কবল থেকে রক্ষা পেতে এখন থেকেই প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস৷ সেখানেই আসন্ন মহামারি নিয়ে হুঁশিয়ার করলেন তিনি৷
বিশ্ব স্বাস্থ্য সমাবেশে একটি রিপোর্ট পেশ করেছেন হু প্রধান। তাঁর কথায়, ‘‘বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হলেও, তেমনটা নয়। বিপদ এখনও কাটেনি৷ কোভিডের আরও একটি উপরূপ হানা দিতে পারে৷ সেই সম্ভাবনা রয়ে গিয়েছে। যা রোগী এবং মৃত্যুর সংখ্যা বহুগুণ বাড়িয়ে দেবে। এমনকী কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।’’
হু প্রধান গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, কোভিড অতিমারি শেষ হয়ে গিয়েছে ভেবে নেওয়াটা অনর্থক৷ এখনই বিশ্ববাসী যেন নিশ্চিন্ত না হন৷ পরামর্শ তাঁর। সাধারণ মানুষকে নিজের সুস্বাস্থ্যের প্রতি নজর রাখার পাশাপাশি সাবধান থাকার বার্তাও দিয়েছেন তিনি।
হু প্রধান বলেন, ‘‘কোভিড চলে গিয়েছে বলে এখনই নিশ্চিন্ত হবেন না। কোভিড অতিমারিই এক মাত্র আশঙ্কা নয়। সব রকম পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। খুব শীঘ্রই বিশ্বজুড়ে পরবর্তী অতিমারি হানা দিতে চলেছে। তখন আমাদের সকলকে সম্মিলিত ভাবে সেই অতিমারির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>