লালগড়ে পা রেখে জনতার আবেগে ভাসলেন ছত্রধর, দিলেন বার্তা

লালগড়ে পা রেখে জনতার আবেগে ভাসলেন ছত্রধর, দিলেন বার্তা

ঝাড়গ্রাম: জনস্রোতে মিশে গিয়ে রবিবার লালগড়ের আমলিয়া গ্রামের বাড়িতে পৌঁছলেন লালগড় আন্দোলনের নেতা ছত্রধর মাহাতো৷ রবিবার সকালে কলকাতা থেকে রওনা দিয়ে বিকেলে লালগড়ে পৌঁছান তিনি৷ তারপর তাঁর পুরনোসঙ্গীদের সঙ্গে নিয়ে মিছিল করে নিজের বাড়িতে পৌঁছন তিনি৷ লালগড়ের ব্লক তৃনমূল সভাপতি শ্যামল মাহাতোর নির্দেশে দলের পতাকা নিয়ে মিছিলে যোগদান লালগড়ের তৃণমূল কর্মী সমর্থকরা৷ ছত্রধর মাহাতোর একদা আন্দোলনের সঙ্গী শ্যামল মাহাতোর সঙ্গে ছিলেন স্ত্রী নিয়তি মাহাতো ও ছেলে ধৃতি৷

লোধাশুলিতে ছত্রধর মাহাতকে সংবর্ধনা জানায় তাঁর অনুগামীরা৷ লোধাশুলি থেকে ১০০টি বাইক মিছিল করে ঝাড়গ্রাম পর্যন্ত আসে৷ ঝাড়গ্রামের বেত কুন্দরিতে আরো ৩০০ বাইক যোগ দেয় মিছিলে৷ দহিজুড়িতে ছত্রধর মাহাতোর গাড়ি দাঁড়ালে সাধারণ মানুষ রাস্তার দুপাশে ভিড় করেন তাঁকে দেখার জন্য৷ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখে অনেকে৷ সেখান থেকে লালগড় পার্টি অফিসে পৌঁছান তিনি৷ রাস্তায় একাধিক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষ সংবর্ধনা জানান৷

ছত্রধর মাহাতো জানান, ১১ বছর পর আকাশ এবং আকাশের সূর্য দেখে ভালো লাগছে৷ ভালো লাগছে মায়ের পাশে আসতে পেরে৷ যারা আমার লড়াইয়ের সঙ্গী ছিলেন তাঁদের পাশে পেয়ে খুব ভালো লাগছে৷ লালগড় আন্দোলনে জনসাধারণের কমিটির নেতা বলেন, আজকে আগের মতই জনস্রোতে ভাসছি৷ রাজ্য সরকারের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, এলাকার তথা জঙ্গলমহলের রূপের পরিবর্তন হয়েছে৷ আমার আন্দোলনে সমর্থন জানানোর জন্য এবং আজকে ফের  পাশে এসে দাঁড়ানোর জন্য সমস্ত জঙ্গলমহলবাসীকে আমার ধন্যবাদ জানাই৷ লোধাসুলি থেকে লালগড়ে আসার সময় বহু জায়গায় মিছিল আটকে জনতার ঢেউয়ে৷

তাঁদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখে মনে হয়েছে মানুষের ভাবাবেগ আগের মতোই রয়েছে৷ যে সমস্ত দাবির ভিত্তিতে আন্দোলন করা হয়েছে তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে বলে মনে হচ্ছে৷ মানুষের চাহিদা পূরণে আরও দাবি থাকবে৷ ভবিষ্যতে মানুষের অভাব অভিযোগের আন্দোলনে সব সময় ছত্রধর মাহাতো থাকবে৷ ভবিষ্যতে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে ছত্রধর মাহাতো বলেন, তৃণমূল যখন প্রয়োজন মনে করবে তখন বিষয়টি নিয়ে ভাববো৷ তবে সে ক্ষেত্রে আমার নিজেরও কিছু সমস্যা থাকতে পারে৷ জঙ্গলমহলের মানুষের এখনো যেসব অভাব অভিযোগ রয়েছে সেগুলো সমাধান করার ক্ষেত্রে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ছত্রধর মাহাতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *