ব্যারাকপুর: হাবড়া, বারাসাতগামী বাসগুলি আর নৈহাটি শহরে ঢুকতে পারবে করবে না৷ এই নির্দেশিকা কার্যকর হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর৷ এর ফলে বিপাকে পড়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা৷
পরিবহণ দপ্তরের এহেন নির্দেশিকার বেজায় চটেছেন নৈহাটিবাসী৷ পরিবহণ দপ্তরের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও উঠতে শুরু করেছে৷ এতদিন নৈহাটি থেকে হাবড়া পর্যন্ত চলাচল করত ৭৩ নম্বর রুটের বাস৷ নৈহাটি-বারাসাত রুটে ডি এন-৫ এবং ৮৭-এ নম্বর বাস আমডাঙা হয়ে বারাসাত পর্যন্ত চলাচল করত৷ বহু বছর ধরেই এই বাসগুলি নৈহাটি শহরের ঘোষপাড়া রোড সংলগ্ন নদীয়া জুট মিলের সামনে থেকে ছাড়ত৷ কিন্তু, শনিবার থেকে বাসগুলি নৈহাটির রাজেন্দ্রপুর বটতলা এলাকায় গড়ে ওঠা নতুন বাস টার্মিনাস থেকে ছাড়ছে৷
গত ২১ জানুয়ারি পরিবহণ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে নৈহাটির ঘোষপাড়া রোডের ওপর দিয়ে ৭৩,৮৭-এ,ডিএন-৫ এবং ডি-২ এই চারটি রুটের কোনোও বাস চলাচল করবে না৷ এই বিষয়ে নৈহাটি ষ্টেশন চত্বর, পুরসভার সামনে, কাঠপোল এলাকায় পরিবহণ দপ্তর বিজ্ঞপ্তিও দিয়েছিল৷ বিজ্ঞপ্তির ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েছে৷
নৈহাটি শহরে রয়েছে নৈহাটি নরেন্দ্র বিদ্যালয়, মহেন্দ্র বিদ্যানিকেতন, কার্তায়নি গালর্স হাই স্কুল, আদর্শ বিদ্যাপীঠ, প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল, গরিফা গার্লস ও বয়েজ হাই স্কুল৷ স্থানীয়রা বলছেন, আমডাঙ্গার দাঁড়িয়াপুর, নৈহাটির গ্রামীন অঞ্চল শিবদাসপুর, মামুদপুর, রাজেন্দ্রপুর এলাকার পড়ুয়ারা শহরের ওই স্কুলগুলিতে পড়াশুনার জন্য নিত্যদিন আসে৷ এবার থেকে বাস টার্মিনাসে নেমে অতিরিক্ত পয়সা গুনে বরদা ব্রিজের ওপর দিয়ে ঘোষপাড়া রোড হয়ে ওই সকল গ্রামীন অঞ্চলের পড়ুয়াদের টোটো কিংবা অটো ধরে স্কুলে আসতে হবে৷ এতে সময়ও বেশি ব্যয় হবে৷