রোজভ্যালিকাণ্ডে সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত ED-র, তালিকায় KKR

রোজভ্যালিকাণ্ডে সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত ED-র, তালিকায় KKR

কলকাতা: রোজভ্যালি-কাণ্ডে নয়া মোড়৷ এবার রোজভ্যালিকাণ্ডে সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফর্সমেন্ট ডিরেক্টরেট৷ রোজভ্যালির সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর৷ প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ 

ইডি সূত্রে খবর, রোজভ্যালির সুবিধাপ্রাপ্তদের থেকে প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ মূলত যারা রোজভ্যালির থেকে বিভিন্ন কারণে সুবিধা উপভোগ করেছে, তাদের থেকেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ রোজভেলি থেকে যারা মোটা অংকের টাকা নিয়ে বিকল্প সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর৷

সূত্রের খবর, রোজভ্যালির সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্তের তালিকায় রয়েছে নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের নাম৷ এমনকি সেন্ট জেভিয়ার্স কলেজ, মাল্টিপল রিসোর্ট প্রাইভেট লিমিটেডেরও নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর৷ এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে পূর্ব মেদিনীপুর, নিউ টাউন, ভিআইপি রোড, মুম্বইয়ের একাধিক সম্পত্তি৷ 

এর আগে এই মামলা তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা বারবার দাবি করেছিলেন, একাধিক সংস্থাকে রোজভ্যালি মোটা টাকার দেয়৷ বিভিন্ন কারণে৷ রোজভ্যালির থেকে সুবিধা পাওয়া সমস্ত সংস্থা ও ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রে তদন্তকারী সংস্থা৷ রোজভ্যালি থেকে সুবিধাভোগীদের সম্পত্তি বাবদ প্রায় ৭০ কোটি টাকা বাজেয়াপ্ত করার খবর পাওয়া গিয়েছে৷

ইতিমধ্যেই সুবিধাভোগীদের আরও একটি দীর্ঘ তালিকা তৈরি করেছে ইডি৷ রোজভ্যালি থেকে টাকা নিয়েছে এমন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেও তদন্ত শুরু করতে চলেছে ইডি৷ আগামী দিনেও তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =