রানিনগর: মাধ্যমিক পরীক্ষার্থীর বিশ্বাসের সুযোগ নিয়ে অশ্লীল ছবি তুলেছিলেন শিক্ষক৷ পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ঘটনার জেরে শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, ওই শিক্ষক রানিনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের নেতা৷ ছাত্রীর অশ্লীল ছবি ভাইরাল হওয়ার ঘটনায় দল ওই দলনেতাকে বহিস্কার ও পঞ্চায়েত সমিতির পদ থেকে অপসারনের প্রশাসনিক প্রক্রিয়া আগেই শুরু হয়ে যায়৷ মঙ্গলবার ওই শিক্ষককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
দিন তিনেক আগে ইসলামপুর থানার হুর্শি পূর্ব মণ্ডল পাড়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক তথা রানীনগর-১ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দলনেতা রকুল ইসলামের সাথে ইসলামপুরের বাসিন্দা এক মাধ্যমিক পরিক্ষার্থীর অশ্লীল ছবি ব্লক প্রশাসনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতাকে দল থেকে বহিস্কার করা হয় মঙ্গলবার৷ পাশাপাশি পঞ্চায়েত সমিতির পদ থেকেও অপসারনের প্রক্রিয়া শুরু করার লিখিত চিঠি জানান রানিনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনূল হাসান৷ যদিও অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেসের নেতার দাবি, রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে। তিনি এই অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্যে আইনি লড়াই লড়বেন৷ যদিও দলের বহিষ্কারের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন বলে জানান ওই তৃণমূল নেতা। তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিও ছিলেন।