প্রশাসনিক বৈঠকে মাইক বিভ্রাট, তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠকে মাইক বিভ্রাট, তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

dc39c15e2c9b0fabeaacda60cc051178

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে মাইক বিভ্রাট৷ আর তার জেরে নিরাপত্তার প্রশ্ন তুলে মাইক বিভ্রাটের তদন্ত করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷

আজ নদীয়ার প্রশাসনিক বৈঠকের মাঝামাঝি সময়ে হঠাৎ মাইকে বিকট শব্দ শোনা যায়৷ শব্দ শুনে থমকে যান মুখ্যমন্ত্রী৷ নিজের ভাষণ থামিয়ে, কোথা থেকে এই শব্দ এল, তা জানতে চান মমতা৷ প্রশ্ন করেন, শব্দটি মাইকের কি না? এরপর নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কি এটা? মাইকের শব্দ হল? কেন এটা হবে? কেন হবে? কেন এত জোরে আওয়াজ হবে? কি সমস্যা? তারমানে সিকিউরিটির দিক থেকে এইগুলি দেখেনি? এতগুলি লোক এখানে বৈঠক করছে, পুরো সরকারের আধিকারিকরা রয়েছে কেন৷’’

বলতে না বলতেই ফের মাইকের বিকট শব্দ শুনতে পান মুখ্যমন্ত্রী৷ তাতে বেশ ক্ষুব্ধ হন মমতা৷ জানান, কেন এত জোরে আওয়াজ হবে? এরপর খানিকটা থেমে যান মুখ্যমন্ত্রী৷ বেশ খানিকটা বিরক্ত প্রকাশ করেন তিনি৷ এরপর মাইকে কিছু বলতে বলার চেষ্টা করেন৷ তখনও মাইক্রোফোনে কোনও সংযোগ ছিল না৷ এরপর আরও ক্ষুব্ধ হন মমতা৷ মাইকে সংযোগ আসতেই মুখ্যমন্ত্রী বলেন, কেন এটা হবে? এরপর ফের মাইক বিভ্রাট দেখা যায়৷ খানিকক্ষণের জন্য থেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষয়টি তদারকি করতে নিজের আসন ছেড়ে উঠে আসেন ইন্দ্রনীল সেন৷

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঠিক আছে৷ এখন তো আপাতত চালিয়ে নিই৷ সমস্যা হয়েছে৷ এটা বলে দিলাম, এটার তদন্ত হবে৷ সবকিছু এখন হাল্কা ভাবে নিলে চবলবে না৷ সময় খুব খারাপ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *