প্ল্যাস্টিক বোতল জমা দিলেই খাবার জোগাবে হাওড়া পুরসভা!

প্ল্যাস্টিক বোতল জমা দিলেই খাবার জোগাবে হাওড়া পুরসভা!

হাওড়া: এবার প্ল্যাস্টিক বোতল জমা করলেই পাওয়া যাবে খাওয়ার৷ যত্রতত্র প্ল্যাস্টিকের বোতল ফেলে না দিয়ে সামান্য বোতলের বিনিময়ে জুটতে পারে হালকা জলখাবার কখনও দুপুর বা রাতের আহার৷ খুব শীঘ্রই ইউএনডিপি পরিচালিত এই পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জনকল্যান মূলক প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে হাওড়ায়৷

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অতি দ্রুত রাজ্যের হাওড়া পুরসভায় এই ব্যবস্থা চালু হবে৷ অতীতে এই পুরসভার অন্তর্গত বাসিন্দাদের প্ল্যাস্টিকের খারাপ দিক সম্বদ্ধে একাধিক কর্মসূচির মাধ্যমে সচেতন করার বহু প্রচেষ্টা করা হলেও তা ফলপ্রসু হয়নি৷ বরং দিনে দিনে প্ল্যাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে৷ প্রতিদিন হাওড়ায় আনুমানিক কয়েশো টন প্ল্যাস্টিক বর্জ্য জমা হয় বলে জানা গিয়েছে৷ এই কারণে সব দিক চিন্তা ভাবনা করে প্ল্যাস্টিক ব্যাগ ও বোতল রিসাইকেল করার জন্য ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হতে চলেছে৷

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কর্মসূচি বলবৎ হওয়ার সম্ভবনা রয়েছে৷ হাওড়া পুর কমিশনার এই প্রসঙ্গে জানিয়েছেন, পুর এলাকায় প্রত্যেক বাড়িতে ময়লা ফেলার দুটি আধার দেওয়া হবে৷ একটিতে রাখতে বলা হবে পচনশীল জিনিস৷ অন্যটিতে অপচনশীল জিনিস বা প্ল্যাস্টিক৷ প্রতিদিন প্রত্যেক বাড়ি থেকে প্ল্যাস্টিক আবর্জনা সংগ্রহ করবে পুরসভার অনুমোদন প্রাপ্ত সংস্থা৷ এতে  এলাকার দূষণ অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =