রেশন গ্রাহকদের জন্য নয়া নির্দেশিকা খাদ্য দপ্তরের, বাড়ছে বিভ্রান্তি

রেশন গ্রাহকদের জন্য নয়া নির্দেশিকা খাদ্য দপ্তরের, বাড়ছে বিভ্রান্তি

3c3934e29ffba0ac10d135483f2e1fc8

কলকাতা: নতুন ডিজিটাল রেশন কার্ড দেখালেই মিলবে খাদ্য সামগ্রী৷ নয়া নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তরের৷ নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, খাদ্যদপ্তরের ডেটাবেসে নতুন গ্রহকেক তথ্য অন্তর্ভুক্ত না হওয়ায় কারণে নতুন রেশন গ্রাহকরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে ডিলারদের নির্দেশিকায় দেওয়া হয়েছে৷

ডেটাবেসে তথ্য না থাকায় রাজ্যের প্রায় ৪ লক্ষ ৩০ হাজার নতুন রেশন গ্রহকের কার্ড ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস যন্ত্রে নথিভুক্ত করতে সমস্যা হচ্ছিল৷ কি কারণে এই সমস্যা তা জানতে ১০০ ডিলারকে শো-কজ করা হয়৷ কিন্ত গলদ ধরা পড়ে ডেটাবেসে৷ সেই সমস্যা মেটানোর কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি৷ খাদ্যদপ্তর সূত্রে খবর, কর্মী সংখ্যা কম থাকা থাকায় নতুন কার্ড ডেটাবেসে তুলতে কিছুটা বেশি সময় লাগছে৷ল যতদিন না পর্যন্ত নতুন তথ্য আপলোড হচ্ছে, নতুন কার্ড গ্রাহকদের খাদ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷

জানা গিয়েছে, প্রথম দফায় ৩০ লক্ষেরও বেশি নতুন কার্ড ডাকযোগে পাঠানোর কাজ চলছে৷ বিপুল এই ডেটাবেসে আপলোড করতে সময় লেগে যাচ্ছে৷ আর ডেটাবেসে না উঠলেও এই দফার কার্ড নিয়ে কোনও জটিলতা হবে না বলেও জানিয়েছে খাদ্য দপ্তর৷ কেননা, নতুন রেশন কার্ড অনলাইনে ডেটাবেসে আপলোড করার কাজ খাদ্য দপ্তরের৷  ডেটাবেসে কার্ডের তথ্য উঠে গেলে তা রেশন ডিলারের ই-পস মেশিনের সঙ্গে নথিভুক্ত হয়ে যাবে৷ কিন্তু, ডেটাবেসে সেই তথ্য না থাকা রেশন পেতে সমস্যা হচ্ছিল৷

যদিও খাদ্য দপ্তরের এই নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি রয়েছে বলে জানিয়েছেন ডিলাদের একাংশ৷ তথ্য না থাকা গ্রাহকদের কার্ড দেখে  খাদ্য দিয়ে সমস্যায় পড়বেন ডিলাররা৷ কারণ গ্রাহক পিছু খাদ্যপণ্য পেয়ে থাকেন ডিলাররা৷ সেক্ষেত্রে ১০০ জনের বরাদ্দ খাদ্দে বাড়তি গ্রাহকদের জন্য মাসের বরাদ্দ কীভাবে দেওয়া হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *