শিয়ালদহ শাখায় বাতিল ৩০০টি লোকাল ট্রেন, দুর্ভোগ চলবে ৮ দিন

শিয়ালদহ শাখায় বাতিল ৩০০টি লোকাল ট্রেন, দুর্ভোগ চলবে ৮ দিন

 

কলকাতা: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ৷ রবিবার ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৮ দিন লাটে উঠতে চলছে শিয়ালদহ মেন শাখার রেল পরিষেবা৷ যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে টানা ৮ দিনে ৩০০টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷

জানা গিয়েছে, অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ করার জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকবে ৩০০টি ট্রেন৷ রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ মেন শাখায় আপ ও ডাউন উভয় লাইনে ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, শিয়ালদহ-কল্যাণী সমীমান্তের মধ্যে চলাচল করা ৭৬টি লোকাল বাতিল থাকবে৷ শিয়ালদহ-রানাঘাট শাখার ২৪টি লোকাল টেন বাতিল থাকবে৷ শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের মধ্যে চলাচল করা ১২টি, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল বাতিল থাকবে৷ রেল কর্তৃপক্ষের দাবি, অটোমেটিক সিগন্যালিংয়ের কাজ শেষ হলে লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচলে গতি বাড়বে৷

পূর্ব রেলের বিজ্ঞপ্তি

কবে, কোন ট্রেন বাতিল? বিস্তারিত দেখুন এই লিঙ্কে- https://er.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,4,268&dcd=1951&did=15810807137944CA536AB1628BFAA245214BA55169497

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =