‘মা-মাটি’ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, কল্পতরু হবেন মমতা?

‘মা-মাটি’ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, কল্পতরু হবেন মমতা?

কলকাতা: আজ তৃণমূল সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ হতে চলেছে৷ পুরসভোট ও ২০২১ সালের নির্বাচনের কথা মাথায় রেখে কতটা কল্পতরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? আর্থিক টানাটানি থেকে রাজ্যকে দিশা দেখা দেখাতে পারবেন অর্থমন্ত্রী অমিত মিত্র? বাংলায় বাড়বে কর্মসংস্থান? আজ বেলা ২টোয় ২০২০-২০২১ আর্থিক বছরের রাজ্য বাজেটের দিকে তালিয়ে বাংলার কয়েক কোটি জনতা৷

২০২১ সালে ক্ষমতা দখলের লক্ষ্যে এবারের রাজ্য বাজেটে বিভিন্ন জনমুখী প্রকল্প ঘোষণা হওয়ার সম্ভবনা রয়েছে৷ একাধিক সামাজিক প্রকল্প চালু করা হতে পারে বলেও মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে রাজ্য বিধানসভার নির্বাচন হওয়ার কথা৷ তার আগে এবারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে নতুন কোনও প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করে কি না, সেদিকে তাকিয়ে গোটা বাংলা৷

উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের সরকারের বরাদ্দ কম নয়৷ সম্পদ সৃষ্টির জন্য মূলধনী খাতে ব্যয় ২০১৭-২০১৮ আর্থিক বছরে ছিল ১৯,৩৬৮ কোটি টাকা৷ ২০১৯-২০২০ আর্থিক বছরে তা বেড়ে ছাড়িয়েছে ২৬০০০ কোটি টাকা৷ গত বছরের বাজেট পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০১৭-২০১৮ আর্থিক বছরে ঋণ পরিশোধ করতে রাজ্যের প্রায় ২৫ হাজার কোটি টাকা খরচ হয়৷ ২০১৮-২০১৯ আর্থিক বছরে সেই সংখ্যা বেড়ে হয় ৪১ হাজার ৫১৬ কোটি টাকা৷ আগামী দিনেও ঋণ পরিশোধ খাতে সরকারের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে৷ বর্ধিত খরচ সামলে জনমুখী বাজেট করা এখন সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =