রাজ্য বাজেট: দুর্বার গতিতে বাংলা এগিয়ে যাচ্ছে, দাবি অর্থমন্ত্রীর

রাজ্য বাজেট: দুর্বার গতিতে বাংলা এগিয়ে যাচ্ছে, দাবি অর্থমন্ত্রীর

কলকাতা: আজ তৃণমূল সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ পুরসভোট ও ২০২১ সালের নির্বাচনের কথা মাথায় রেখে ও আর্থিক টানাটানি থেকে রাজ্যকে দিশা দেখা দেখাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ কৃষি, শিল্প, কর্মসংস্থান প্রসঙ্গে আজ ২০২০-২০২১ আর্থিক বছরে রাজ্য বাজেটের দিকে তালিয়ে বাংলার কয়েক কোটি জনতা৷

২০২১ সালে ক্ষমতা দখলের লক্ষ্যে এবারের রাজ্য বাজেটে বিভিন্ন জনমুখী প্রকল্প করেন অর্থমন্ত্রী৷ এদিনের বাজেট ভাষণে অর্থমন্ত্রী অমিত মিত্র শুরুতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন৷ বলেন, দেশের অর্থনীতি আজ বিপন্ন৷ আজ গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে৷ গণতন্ত্রের মাপকাঠিতে ভারত পিছিয়ে পড়েছে৷ বিগত আট বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন৷ বাংলায় জিডিপি বৃদ্ধি  হার হয়েছে ১০.৪ শতাংশ৷ বহু দ্বিগুণ বেড়েছে কৃষকের আয়৷ বাংলায় শিল্পের বৃদ্ধির হার হয়েছে ৩.১ শতাংশ৷ ক্ষুদ্র শিল্প স্থাপনে বাংলা প্রথম৷ ২২ হাজার ২৬৬ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বাংলায়৷ বিদেশি বিনিয়োগ হয়েছে৷ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরতে গিয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হোন অর্থমন্ত্রী৷ বলেন, কোথায় গেল মোদির মেক ইন ইন্ডিয়া? আমাদের রাজ্যে বেকারত্ব কমেছে ৪০ শতাংশ৷ কারণ, আমাদের সরকার সবাইকে নিয়ে চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *