কেন বাড়ছে রান্নার গ্যাসের দাম? বিধানসভায় সরব বাম-কংগ্রেস

কেন বাড়ছে রান্নার গ্যাসের দাম? বিধানসভায় সরব বাম-কংগ্রেস

কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির আঁচ গড়াল রাজ্য বিধানসভায়। এ নিয়ে বিধানসভায় প্রতিবাদে সরব হলেন বাম কংগ্রেস বিধায়কেরা।  দিল্লি নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই মোদী সরকার  রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে বলে বুধবার বিধানসভায় অভিযোগ করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এই সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি।

সুজন বাবু বলেন মোদী সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।  বিধানসভার উল্লেখ পর্বে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ  উত্থাপন করে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী কেন্দ্রকে একহাত নিয়ে বলেন, দিল্লি নির্বাচনে মানুষ চাণক্যের টিকি কেটে দিয়েছে। তাই কেন্দ্রের সরকার মানুষকে নাভিঃশ্বাস করে দিয়েছে। রাতের অন্ধকারে রাতে রান্নার গ্যাসের দাম ১৪৯ টাকা বাড়িয়ে মানুষের হাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে মোদী সরকার।

অন্যদিকে সময় মত পুরসভার নির্বাচনের দাবি জানান শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। তার অভিযোগ, বিগত নির্বাচনকে তৃণমূল প্রহসনে পরিণত করেছিল। তাই এবারের নির্বাচন যাতে সুষ্ঠ ও অবাধ হয় তার দাবি জানাচ্ছি। এদিন তিনজ রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাজের হস্তক্ষেপ করতে চাইছে বলেও অভিযোগ করেন। তারা রাজ্য নির্বাচন কমিশনকে পার্টি অফিসে কাজের ব্যাবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শিলিগুড়ির মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =