ক্যানবেরা: বন্যপ্রাণীরা মানুষের সংস্পর্শ একেবারে পছন্দ করে না৷ বরং মানুষকে দেখলে তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে৷ কিন্তু তারাই আজকে বনাঞ্চলে ভয়ঙ্কর আগুন থেকে রক্ষাকর্তা হিসেবে মানুষকে বেছে নিয়েছে৷ কোনও মানুষকে কাছে পেলে আঁকড়ে ধরে রাখতে চাইছে৷ তাদেরকে আর ছাড়তে চাইছে না৷ কখনও জল চাইছে৷ কখনও তাদের জ্বলন্ত আশ্রয় থেকে মুক্তি৷ এই মর্মান্তিক ঘটনার সাক্ষী অস্টেলিয়া৷
১. কয়েকমাস ধরে অস্ট্রেলিয়ায় দাবানল শুরু হয়েছে৷ ক্রমেই তা ভয়াবহ আকার ধারণ করেছে৷ গত দুই সপ্তাহ ধরে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটছে, তার জেরে ইতিমধ্যে ৫০ কোটি পশু-পাখির মৃত্যু হয়েছে৷ আহত প্রাণীপা এখন জঙ্গল ছেড়ে পালাচ্ছে৷ তারা এখন নিরাপদ আশ্রয় বলে মনে করছে লোকালয়কে৷ মানুষ দেখলেই এখন তারা আশ্রয়ের জন্য জড়িয়ে ধরছে৷
২. দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবানলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ বনভূমি এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা৷ অস্ট্রেলিয়ার কোনও কোনও এলাকার আকাশ লালচে হয়ে রয়েছে৷ কোথাও আবার ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে৷ অস্ট্রেলিয়ার এই দুই অংশে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে৷
৩. অস্ট্রেলিয়ার পরিস্থিতি এখনই উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ বরং পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে৷ অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের খবর, বৃষ্টি ছাড়া এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার কোনও উপায় নেই৷ প্রবল ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷
৪. ধোঁয়ার কারণে ব্যাহত হচ্ছে দাবানলে আটকা পড়া মানুষদের উদ্ধারকাজও৷ রবিবার এবং সোমবার দুই দিনই ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ও বাতাসের গতি কিছুটা কমে যাওয়ার কারণে এবং হালকা বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি বেশ খানিকটা উন্নতি হয়েছে৷ তবে অস্ট্রেলীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হবে না৷ বিপদ এখনই কাটবে না৷
Australia’s bushland is home to a range of indigenous fauna such as kangaroos, koalas, wallabies and possums. Authorities have no exact figure on how many native animals have been killed in the bushfires but experts say it is likely to be in the millions https://t.co/NXoEkxAlxP pic.twitter.com/yP2VUYBLeS
— Reuters (@Reuters) December 30, 2019
৫. ভিক্টোরিয়া প্রদেশের প্রধানমন্ত্রী ডেনিয়েল অ্যান্ড্রু বলেছেন, রবিবার ৪০০ জনকে বিমানে উপকূলীয় মাল্লাকোট থেকে বের করে নিয়ে আসা হয়েছে৷ সোমবার আরও ৩০০ জনকে উদ্ধারের পরিকল্পনা ছিল৷ কিন্তু প্রবল ধোঁয়ার কারণে তা সম্ভব হয়নি৷ সেপ্টেম্বর থেকে হওয়া অস্ট্রেলিয়ায় প্রবল দাবানলে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে৷ ১২০০টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷