কলকাতা: শহরের পরিবেশ রক্ষায় নতুন ধরনের পরিবেশবান্ধব ‘বায়ো টয়লেট’ আনছে কলকাতা পুরনিগম। পুর নিগম সূত্রের খবর,নতুন ওই বায়ো টয়লেটগুলি বসানো হবে শহরের বিভিন্ন বাস স্ট্যান্ডে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন , শহরের পরিবেশ রক্ষায় আধুনিক বায়ো টয়লেট বসানোর পাশাপাশি পুরনো পে অ্যান্ড ইউজ টয়লেটগুলিও পরিষ্কার রাখার ওপর বাড়তি নজর দেওয়া হবে। পরিকল্পনা কার্যকর করার দায়িত্বে কলকাতা পুর নিগমের নিকাশি বিভাগ।
ইঞ্জিনিয়ারদের তরফে এই বায়ো টয়লেটের একটি মডেল মেয়র ফিরহাদ হাকিমকে দেখানো হয়েছে। মেয়রের সবুজ সঙ্কেত পেয়ে পাইলট প্রজেক্ট হিসেবে পুর নিগম পাঁচটি বায়ো টয়লেট তৈরির বরাত দিয়েছে একটি সংস্থাকে। কার্যকারিতা এবং জনপ্রিয়তা দেখে শহরের বিভিন্ন এলাকায় এমন বায়ো টয়লেট বসানো হবে। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বায়ো টয়লেট তৈরি করতে খরচ পড়বে এক লক্ষের বেশি টাকা।
কলকাতা পুর নিগমের নিকাশি বিভাগের এক ইঞ্জিনিয়ার জানান, সুলভ শৌচালয়ের চেয়ে এ ধরনের বায়ো টয়লেটে জয়গা কম লাগে। এর চেম্বারে একটি রাসয়নিক পদার্থ থাকবে, যা বর্জ্যকে গ্যাসে পরিণত করবে। জলও আলাদা করে দেবে। চেম্বারের নির্গমন পাইপ দিয়ে বেরিয়ে যাবে গ্যাস। জল নিকাশি পথ দিয়ে ম্যানহোলে পড়বে। ফলে সুলভ শৌচালয়ের মতো এ ক্ষেত্রে নিয়ম করে পরিষ্কারের ঝামেলা নেই। খরচও কম।পাইলট প্রজেক্টে যে পাঁচটি বায়ো টয়লেট তৈরি হচ্ছে, তা শহরের কোথায় বসবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি পুর আধিকারিকরা।
পাইলট প্রজেক্টের জন্য বায়ো টয়লেটগুলির নির্মাণ শুরু হয়েছে। মাস তিনেকের মধ্যে নতুন বায়ো টয়লেট কাজে লাগানো যাবে বলে আশাবাদী পুর নিগম। নতুন বায়ো টয়লেটে কমোড-সহ অত্যাধুনিক শৌচালয়ের সব সুবিধে থাকবে বলে পুর নিগমর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা জানিয়েছেন। পুর নিগমর নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘আমরা মেয়রকে বায়ো টয়লেট নিয়ে একটা প্রস্তাব দিয়েছিলাম। মেয়র সেই প্রস্তাবকে কার্যকর করার অনুমতি দিয়েছেন। আমরা বায়ো টয়লেট নির্মাণের কাজ শুরু করে দিয়েছি।’