মাধ্যমিক তো কী হয়েছে? মাইক বাজিয়ে মেলার উদ্বোধন বনদপ্তরের

মাধ্যমিক তো কী হয়েছে? মাইক বাজিয়ে মেলার উদ্বোধন বনদপ্তরের

জলপাইগুড়ি:  মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে পুস্প মেলা ঘিরে বিতর্ক।  রক্ষকই ভক্ষক যেমন , তেমনই আইন রক্ষাকারী আইন ভঙ্গকারী এমন ছবি দেখা গেল জলপাইগুড়ির ধূপগুড়িতে।বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগের উদ্যোগে এবং  ধূপগুড়ি পৌর সভার সহযোগিতায় ।শনিবার অনুষ্ঠিত হলো পুস্প মেলা ও প্রদর্শনী। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। তার আগে বক্স ও তারশ্বরে মাইক বাজিয়ে  পুষ্পমেলার আয়োজন করায় তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।

ধূপগুড়ি হাসপাতাল পাড়া আট নম্বর ওয়ার্ডে পুষ্পমেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আর সেই অনুষ্ঠানকে ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্পমেলার উদ্বোধন করেন বন দপ্তরের উদ্যান ও কানন বিভাগের এ ডি এফ ও বিদ্যুৎ নারায়ন দাস ও পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন। মঞ্চে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) ডেন্ডুপ শেরপা, ধূপগুড়ি থানার আই সি সুবির কর্মকার, থেকে বন দপ্তরের আধিকারিকরা।

ধূপগুড়ি পুরো এলাকার বাসিন্দা অভিভাবক সুব্রত নন্দী বলেন, “পুষ্প প্রদর্শনী ও পুষ্প মেলা আরো ভালোভাবে হোক সেটা আমরা চাই। তবে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা এবং কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তার আগে এভাবে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা ঠিক হয়নি। পড়ুয়াদের সমস্যা হচ্ছে। যেখানে প্রশাসনের তরফে নিয়ম করা হয়েছে সেখানে প্রশাসনের আধিকারিকরা মঞ্চে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এবং অনুষ্ঠান উপভোগ করছেন।কাকে অভিযোগ জানাবো আমরা। এই অনুষ্ঠান  মঞ্চের মাত্র ৫০ মিটার দুরত্বে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল যেখানে ভর্তি আছেন ৮০ জন রোগী। ছাত্র ছাত্রী রোগী সকলের কথা বেমালুম ভুলে চলে এই অনুষ্ঠান। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আরও কিছুদিন আগে এটা করা যেত এছাড়া৷ হাসপাতালের সীমানা প্রাচীরের সাথেই এই পার্ক তাই রোগী দের কথা চিন্তা করেই মাইকের শব্দ নিয়ন্ত্রণ করা দরকার ছিল।’’

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তার আগে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলছেন প্রশাসনের নজরদারি নিয়ে। কিছুদিন আগে জলপাইগুড়িতে গত সপ্তাহে ডি ওয়াই এফ আই অনুষ্ঠানে মাইক নিয়ে সভা করায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবার রীতিমত সরকারি অনুষ্ঠানে মাইক বাজানোয় তৈরি হয়েছে বিতর্ক। ডি ওয়াই এফ আই এর দাবি মামলা করা হোক উদ্যোক্তা দের বিরুদ্ধে।

নির্মাল্য ভট্টাচার্য  ডি ওয়াই এফ আই ধূপগুড়ি লোকাল সম্পাদক বলেন, ‘‘মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তার কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার কয়েক ঘণ্টা আগে উচ্চস্বরে মাইক বাজিয়ে উৎসব করা হচ্ছে যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বেকার ছাত্র-যুব রা ১২ ফেব্রুয়ারি বেকারদের চাকরির দাবি ও বন্ধ কান খোলার দাবিতে উত্তর কন্যা ঘেরাওয়ের কর্মসূচির আগে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালাবার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু পুলিশ দেয়0নি। এমন কি যেখানে যেখানে মাইক বাজিয়ে পথসভা করা হয়েছে মিছিল করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অথচ আজকে যেখানে পরীক্ষার তিন দিন আগে এই অনুষ্ঠান চলছে মাইক বাজিয়ে সেই মঞ্চে উপস্থিত জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, ধূপগুড়ি থানার আইসি,  ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান এমনকি বনদপ্তর আধিকারিকরা। আমাদের দাবি নির্দিষ্ট ধারায় নিয়ম মেনে যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হোক।’’

এ বিষয়ে উদ্যান ও কানন (উত্তর) বিভাগের সহকারি বনাধিকারিক বিদ্যুৎ নারায়ন দাস বলেন,  ‘‘উদ্যান ও কানন বিভাগ ও ধূপগুড়ি পুরসভার সহযোগিতায় পুষ্পমেলা ও পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বক্স বাজীয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। তবে বাইরে যে মাইক বাজছে বা চোং  লাগানো হয়েছে সেটা আমার জানা ছিল না। কারণ পুরসভার তরফে মাইক ম্যান এবং প্যান্ডেল ঠিক করা হয়েছে। বিষয়টি সাংবাদিক মারফৎ জানান মাত্রই বাইরের সমস্ত সাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে।’’ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) ডেনডুপ শেরপা বলেন , ‘‘ইন্ডোর অনুষ্ঠান ছিল। বাইরে মাইক বাজানোর  বিষয় টি আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *