কালনা: হাজার-হাজার টাকা থেকে লক্ষাধিক টাকা হঠাৎ করেই ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে! আর সেই টাকা তুলতেই সোমবার হিড়িক পড়ে যায় পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে। তাই এদিন সকাল থেকেই ওই এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে লম্বা লাইনও চোখে পড়ে। অধিকাংশ গ্রাহকের অ্যাকাউন্টে এমনিভাবে টাকা আসার কথা শোনা গেলেও কোথা থেকে কিভাবে এই টাকা এলো সেই সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে অনেকের দাবি এই টাকা কোনো একটি বিমা কোম্পানি থেকেই আসছে।
কয়েকদিন আগেই বাঁকুড়া জেলায় এইভাবেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবরে উঠে আসে। ঠিক সেইরকমই পূর্ব বর্ধমানের কালনার নান্দাই এলাকার ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবর চাউর হতেই সকলের মধ্যেই টাকা তোলা ও পাশবই আপডেট করার হিড়িক পড়ে যায়। গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আইমাপাড়া, নতুনগ্রাম, ঘুঘুডাঙ্গা, মির্জাপুর, নান্দাই গাবতলা, হাতিপোতা প্রভৃতি গ্রামের মানুষজনকে সোমবার সকাল থেকেই বিভিন্ন ব্যাঙ্কের সামনে ভিড় করতে দেখা যায়। সাত হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি করেন বেশ কিছু গ্রাহক।
নতুনগ্রামের বাসিন্দা সওকত আলি সেখ বলেন, ‘আমার অ্যাকাউন্টে পঁয়ত্রিশ হাজার টাকা ঢুকেছে। আমি দশ হাজার টাকা তুলেছি। ইউনাইটেড ইন্সুরেন্স নামের একটি বিমা কোম্পানি থেকেই আসছে।’ ওই গ্রামেরই আর এক বাসিন্দা আনসার সেখ বলেন, ‘আমি দশ হাজার টাকা পেয়েছি। আমার মতো অনেকেই পাচ্ছেন বলে শুনেছি।’ নান্দাই গাবতলার বাসিন্দা উদয় ঘোষ বলেন, ‘আমার অ্যাকাউন্টে ১০ হাজার ৯৫৩ টাকা এসেছে। গত শুক্রবার ফোনে মেসেজ আসে। তবে অনেকেরই সাত, দশ, এগারো, বিরাশি হাজার টাকা পর্যন্ত ঢুকেছে বলে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে।’
এই বিষয়ে ব্যাঙ্কের এক ম্যানেজার সৌরভ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘গ্রাহকদের পরিষেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য। আমরা সেই টাই করছি। মানুষজন তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইছেন আমরা সেটা জানাচ্ছি।’
ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, কালনায় চাঞ্চল্য
ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, কালনায় চাঞ্চল্য