জলদাপাড়া অরণ্যে গণ্ডার মড়ক, জারি রেড এলার্ট, বিপন্ন

জলদাপাড়া অরণ্যে গণ্ডার মড়ক, জারি রেড এলার্ট, বিপন্ন

আলিপুরদুয়ার: গত তিন দিনে ৩ গন্ডারের মৃত্যু হয়েছে। শুক্রবার জলদাপাড়া পূর্ব রেঞ্জের শিশামারায় আরও একটি স্ত্রী  গন্ডারের মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়া জলদাপাড়া পূর্ব রেঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে একটি অসুস্থ স্ত্রী গন্ডার। ক্রমশই ঘোরাল হচ্ছে জলদাপাড়ার পরিস্থিতি। গত তিন দিনে তিনটি স্ত্রী  গন্ডারের মৃত্যু আর দুটি  মৃত্যুপথযাত্রী হওয়ায় উদ্বেগে বনদপ্তর।সব মিলিয়ে ভয়াবহ অবস্থা জলদাপাড়ায় জাতীয় উদ্যাতনে। কী কারণে গন্ডারগুলোক মৃত্যুদ হচ্ছে সেটার কারণ এখন ও ধোঁয়াশাছন্ন ।গন্ডার মড়ক লাগায় স্বাভাবিক ভাবেই এখন জলদাপাড়া জাতীয় উদ্যান নিয়ে অস্বস্তিতে রাজ্য বনদফতর।

পর পর তিন গণ্ডারের মৃত্যু।  অসুস্থ্ আরও এক। তার জেরে জলদাপাড়া জাতীয় উদ্যানের দুই ফরেস্ট বিট এলাকাকে বিচ্ছিন্ন রাখার উদ্যোগ নিল রাজ্য বনদপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারা ও মালঙ্গি এই দুই ফরেস্ট বিট এলাকাকে বিচ্ছিন্ন রাখার ব্যাবস্থা করা হয়েছে। জাতীয় উদ্যানের অন্যান্য এলাকা থেকে বন্যপ্রানীদের এই দুই বিটে ঢুকতে দেওয়া হচ্ছে না। তেমনি এই দুই এলাকায় থাকা বন্যপ্রানীদেরও অন্যান্য এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য বুধবার জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারা বিটে দুই স্ত্রী গণ্ডারের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি গণ্ডার শিশামারা বিট লাগোয়া সিধাবাড়ি গ্রামে দুই মাস বয়সের শাবক নিয়ে ঢুকে পড়েছিল। মায়ের মৃত্যু হলেও ভালো আছে খুদে গণ্ডার বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এর পর  বৃহস্পতিবারা শিশামারা বিট লাগোয়া মালঙ্গী ফরেস্ট বিট এলাকায় আরও এক অসুস্থ গন্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়া শুক্রবার শিশামারা বিটে এক মৃত গন্ডারের দেহ উদ্ধার হয়। যদিও জলদাপাড়া বন্যপ্রান বিভাগের ডি এফ ও কুমার বিমল বলেন, “ তিন গণ্ডারের মৃত্যুর ঘটনার আমরা তদন্ত করছি। কী কারণে এদের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত গন্ডারদের টিস্যু ও ব্লাড পরীক্ষার জন্য কলকাতার বেলগাছিয়াতে  ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর আমরা ঠিক কি কারনে এই দুই গন্ডারের মৃত্যু হয়েছে তা জানতে পারব। তবে উদ্ধার হওয়া শাবক ভালো আছে।” এদিকে পর গন্ডার মৃত্যু ও অসুস্থ্ হওয়ার ঘটনায় জলদাপাড়া জাতীয় উদ্যান অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়েছে। অ্যানথ্রাক্সের কারনে পর পর এই গন্ডারের মৃত্যু হচ্ছে বলে আশঙ্কা করছেন বিভিন্ন মহল। যদিও বনদপ্তর এখনও এই বিষয়ে নিশ্চিত নয় বলে জানিয়েছে।

এদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান পর পর গণ্ডার মৃত্যুর ঘটনা নিয়ে অরণ্যভবনে রাজ্যের বন্যপ্রান প্রান বিভাগের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহার নেতৃত্বে বৃহস্পতিবার জরুরী বৈঠকও  হয়েছে। এই বৈঠকে রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী উপস্থিত ছিলেন। বৈঠকে মুলত দুটো সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন বনমন্ত্রী । উল্লেখ্য গোটা পৃথিবীতে জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এমন একটি বনাঞ্চলে পর পর তিন গন্ডারের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার আর একটি গন্ডারের মৃত্যু হওয়ায় নড়ে চড়ে বসেছে বনদপ্তর।রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা সাংবাদিক দের কাছে গন্ডার মৃত্যুর কথা স্বীকার করেছেন।তিনি সাংবাদিক দের জানিয়েছেন গন্ডার মৃত্যু রোধ করার আপ্রান চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =