কলকাতা: গত ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর টানা ৮ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে ২২ ফেব্রুয়ারি, শনিবার মৃত্যুর কাছেই হার মানতে হল ছোট্ট ঋষভকে দুর্ঘটনায় আহত আরও এক স্কুলপড়ুয়া দিব্যাংশু ভগত সবে মাত্র চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে। তবে এই ঘটনার পর একদিকে যেমন রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে পুলকারে যাতায়াতকারী স্কুল পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। তেমনই তৈরি হয়েছে চাপা ক্ষোভ। তাই আর সময় নষ্ট না করে মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই এবিষয়ে কড়াকড়ি অবস্থান নিতে চলেছে পরিবহণ দপ্তর ও পুলিস। নিয়মবিধির তোয়াক্কা না করে যে সমস্ত পুলকার বা স্কুলগাড়ি চালানো হচ্ছে তার বিরুদ্ধে জোরদার অভিযান শুরু হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিস আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ দপ্তরের কর্তারা। ‘এম পরিবহণ’ নামের একটি ওয়েবসাইট ও অ্যাপ চালু হয়েছে। যেখানে গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে কি না, সেই সম্পর্কিত তথ্য জানা যাবে। এমনকি প্রয়োজনে দপ্তরেও যোগাযোগ করা যেতে পারে।
ইতিমধ্যেই শহর থেকে জেলার রাস্তায় স্কুলগাড়িগুলি পরীক্ষা করার কাজও শুরু হচ্ছে। আইন ভেঙে কোনও পুলকার বা স্কুলবাস রাস্তায় চললে মোটর ভেহিকেলস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিসের পাশাপাশি রাস্তায় নেমে বিশেষ অভিযান চালাবেন মোটর ভেহিকেলস ইন্সপেক্টররাও (এমভিআই)। ইতিমধ্যেই এবিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলকার মালিক সংগঠনগুলিকেও। স্কুলগাড়ির মালিকদের ডেকে আলোচনা করে আইন মেনে পরিষেবা দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ) নিয়েও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পুলকারে দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এইধরণের একাধিক ঘটনার জেরে এই গাড়িগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য। তৈরি এরপরেই পুলকারের সংখ্যা কমতে শুরু করে রাস্তায়। মূলত বেআইনি পুলকারের মালিকরাই ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় রাস্তায় গাড়ি নামানো বন্ধ করে দেয়। ফলে পুলকারের সংখ্যা কমে যাওয়ায় অভিভাবকদের মধ্যে থেকেই পুলকারের দাবি জোরদার হয়। এরপর ব্যক্তিগত গাড়িতেই কয়েকজন পড়ুয়া একসঙ্গে যাতায়াত করতে শুরু করে পুলকার হিসেবে। কিন্তু আইন অনুসারে ব্যক্তিগত গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা বেআইনি। তাই স্কুলগাড়ি নিয়ে নতুন করে জোরদার পদক্ষেপ গ্রহণ করার আগে এই প্রশাসনিক কর্তাদের পরামর্শ, স্কুলগাড়ি নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।