জাপানে আটক ১১২ জন ভারতীয়কে ফেরাল কেন্দ্র, ফিরলেন বাংলায় বিনয়

জাপানে আটক ১১২ জন ভারতীয়কে ফেরাল কেন্দ্র, ফিরলেন বাংলায় বিনয়

নয়াদিল্লি: করোনা আতঙ্কের জেরে জাপানের ইউকোহামা বন্দরে আটকে থাকা গোল্ডেন প্রিন্সেস জাহাজের ১২২ জন ভারতীয় কর্মীকে বৃহস্পতিবার ভোরে দেশে ফেরানো হয়েছে। ওই জাহাজের কর্মী উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দা বিনয়কুমার সরকার দিল্লির সামরিক ক্যাম্প থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কথা জানিয়েছেন। তিনি ও তার পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

 বিনয় জানিয়েছেন, “তাঁদের ফেরানোর ব্যাপারে ভারত সরকার বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গত সপ্তাহে তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানার জন্য ডাক্তারি পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় জানা যায়, তাদের রেজাল্ট নেগেটিভ এসেছে। এরপরেই ভারত সরকারের পক্ষ থেকে তাঁদের দেশে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের স্থানীয় সময় দুপুর ১ টা নাগাদ ওই ১২২ জন ভারতীয় জাহাজকর্মীকে নিয়ে ইউকোহামা বন্দর থেকে ৬ টি ভলভো বাস রওনা দেয় টোকিওর ইনাদা বিমান বন্দরের উদ্দেশে। বৃহস্পতিবার ভারতীয় স্থানীয় সময় ভোর ৫ টা নাগাদ তাঁরা দিল্লি পৌছন।  তাঁদের দিল্লির মানেসার এলাকায় সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিনয় সরকার জানিয়েছেন, দীর্ঘ আতঙ্কের পর দেশের মাটিতে পা রেখে আলাদা আনন্দ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =