গো ব্যাক! অমিত বিরোধী মিছিলে পুলিশি ব্যারিকেড, ধুন্ধুমার ধর্মতলা

গো ব্যাক! অমিত বিরোধী মিছিলে পুলিশি ব্যারিকেড, ধুন্ধুমার ধর্মতলা

কলকাতা: ইঙ্গিতটা আগেই ছিল৷ আর সেই ইঙ্গিত মিলিয়ে শহর কলকাতায় অমিত সফর শুরু হতেই বিক্ষোভ বাম-কংগ্রেস কর্মীদের৷ স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ কর্মীদের৷ পথে নেমে বিক্ষোভ ছাত্র যুব সংগঠনের৷

আজ দুপুরে ধর্মতলায় বাম-কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তজনা তৈরি হয়৷ মিছিল শহিদ মিনারের দিকে এগতে চাইলেই বাধা দেয় পুলিশ৷ ধর্মতলা চত্বরে বিশাল ব্যারিকেড তৈরি করে মিছিল আটকে দেয় পুলিশ৷ বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বাম-কংগ্রেস কর্মীরা৷ হতাহাতিও হয়৷ পুলিশ বাম-কংগ্রেসের মিছিলে পুলিশ বাধা দিলেও তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি৷

অন্যদিকে, আজ বিমানবন্দর থেকে শুরু করে বেকবাগান, পার্ক সার্কাস, ধর্মতালা, এন্টালি, কৈখালি, সন্তোষপুর, কাজারহাট-সহ গোটা শহরজুড়ে বিক্ষোভ৷ ‘মোদি-দিদি’ আঁতাতের তত্ব সামনে রেখে দিনভর বিক্ষোভ বাম-কংগ্রেস কর্মীদের৷ বাম ও বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি রুখতে বেশ তৎপর পুলিশও৷

আজ সকালে কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁকে স্বাগত জানান বাবুল সুপ্রিয়৷ অমিত শাহের কলকাতা সফর শুরু হতেই বিমানবন্দরের ১নং গেটের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন বাম-কংগ্রেস কর্মীরা৷ অমিতকে দেখানো হয় কালো পতাকা৷ ওঠে গো ব্যাক স্লোগান৷ তবে, অপ্রীতিকর ব্যবস্থা এড়াতে পুলিশ ব্যারিকেড দিয়ে  বাম-কংগ্রেসের মিছিল আটকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 2 =