ট্রাম্পকে দোষ দিই না, আমরা ঠিকঠাক বোঝাতে পারিনি: মমতা

ট্রাম্পকে দোষ দিই না, আমরা ঠিকঠাক বোঝাতে পারিনি: মমতা

কলকাতা: দু’দিনের ভারত সফরে এসে বিবেকানন্দ নাম উচ্চারণ বিকৃতভাবে করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বিবেকানন্দ সম্পর্কে ট্রাম্পের বিকৃত উচ্চারণ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তৈরি করে৷ এবার সেই বিতর্ককে আরও খানিকটা উস্কে দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে মোদি সরকারকে নিশানা মমতার৷

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব, ‘‘বিবেকানন্দের নাম ভুল বলা হচ্ছে৷ বিবেকানন্দ আমাদের দেশের মনীষী৷ হিন্দু ধর্মের উদ্যোক্তাও বলা যায়৷ বিবেকানন্দ, কথাটার উচ্চারণ দেখেছেন? আমি তো ট্রামকে দোষ দিই না৷ দোষ আমাদের৷ আমরা ভালো করে বোঝাতে পারিনি৷ আমরা বিবেকানন্দের উচ্চারণ শেখাতে পারেনি৷ আমরা বিবেকানন্দের কথা ঠিকমতো বোঝাতে পারেনি৷ তাই তাঁরা গান্ধীজীর কথা বলতে ভুলে যাই৷ আর বিবেকানন্দকে ভুল বলে ব্যাখ্যা করা হয়, ভুল উচ্চারণ করা হয়৷ এটা আমাদের অসম্মান নয়৷ দেশকে অসম্মান করা হচ্ছে৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =