অমিত শাহ গালাগালি দিলেও যায় আসে না তৃণমূলের, ঘোষণা নেত্রীর

অমিত শাহ গালাগালি দিলেও যায় আসে না তৃণমূলের, ঘোষণা নেত্রীর

কলকাতা: নাগরিক আইন নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুর চড়িয়ে মমতার  হুঁশিয়ারি, অমিত শাহ উদ্বাস্তুদের গালাগালি করছেন৷ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, ‘আমাদের যত ইচ্ছা গালাগালি আপনি দিন৷ আমাদের কিছু যায় আসে না৷ বরং আপনি গালাগালি করলে মনে হবে আমরা ঠিক কাজ করছি৷ কিন্তু দয়া করে উদ্বাস্তুদের গালাগালি দেবেন না৷’

নমোর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘১৯৪৭ সালের পর বা ১৯৪৭ সালের আগে যারা এসেছেন কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যারা ভারতে এসেছেন তারা সবাই নাগরিক৷ আপনি তাঁদের নাগরিকত্ব দেবার কে? আপনি নাগরিকত্ব কাড়তে এসেছেন৷’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের এই আইনের জন্যই দিল্লিতে ৫০ জনের উপর মানুষ মারা গিয়েছে৷ বহু মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ সাতশোর উপর মানুষ নিখোঁজ৷ তাঁরা বেঁচে আছে কিনা জানা নেই৷ এ রাজ্যে ক্যানিংয়ে মানুষ মারা গিয়েছেন৷ অসম, উত্তরপ্রদেশ, দিল্লি মেলালো পরিসংখ্যাটা তিন-চারশো’ ছাড়িয়েছে৷ নাগরিকত্ব দেবার জন্য নির্দিষ্ট আইন আছে৷ দিল্লি সরকার তা মানছে না৷ সঠিক পদ্ধতিতে সেই আইনের ব্যবহার করা হচ্ছে না৷ নাগরিকত্বের নাম করে মানুষ মরছে ওরা৷

সংশোধিত মাগরিকত্ব আইন (সিএএ ) ইস্যুতে সিপিএম-কংগ্রেসকেও তুলোধনা করেন মুখামন্ত্রী৷ তিনি বলেন, বাম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে নেমেছে৷ এই বৃহত্তর আন্দোলন একজোট হয়ে লড়ার ডাক দিয়েছিলাম৷ কিন্তু ওরা তা মানোনি৷ কারণ বাম-কংগ্রেস বিজেপিকে হাতে রাখতে চায়৷ এই জন্যই বিজেপি ২০০ আসনকে টার্গেট করেছে ৷ ২৯৪ আসনকে নয়৷ এই ২০০ পরিসংখ্যানের আড়ালেই লুকিয়ে রয়েছে আসল সমীকরণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *