কর্ণাটক বধে গর্বিত মমতা! ১৩ বছর পর রঞ্জির ফাইনালে বাংলা

কর্ণাটক বধে গর্বিত মমতা! ১৩ বছর পর রঞ্জির ফাইনালে বাংলা

কলকাতা: শেষ রঞ্জি ট্রফি বাংলার ঘরে ঢুকেছিল তিন দশক আগে। তারপর একাধিকবার ফাইনালে পৌঁছেও ট্রফি পায়নি এই রাজ্য। বাংলার সামনে আবারও রঞ্জিজয়ের হাতছানি। মঙ্গলবার ইডেনে সেমিফাইনাল ম্যাচে বাংলার বিধ্বংসী ঝড়ে নাস্তানাবু কর্নাটক। ১৭৪ রানে জিতল অভিমন্যু ঈশ্বরনরা। এই জয়ের পর টুইট করে বাংলা দলকে অভিনন্দন জানিয়েছেন গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

১৯৯০ সালে শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল বাংলার ক্রিকেট দল। তিন দশক পর বাংলার সামনে আবারও রঞ্জি জয়ের হাতছানি। প্রথম ইনিংসের কোণঠাসা অবস্থা থেকে অবিশ্বাস্য কামব্যাক বাংলা দলের। ইডেনে আয়োজিত সেমিফাইনাল ম্যাচে চতুর্থ ইনিংসে ৩৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে কর্নাটক দল। ২ মার্চ তৃতীয় দিনের শেষে ৯৮ রান তুলেছিল কর্নাটক। ৩ উইকেটের বিনিময়ে। ৩ মার্চ সকাল থেকেই চাপে ছিল কর্নাটক। প্রথম ইনিংসের মতো শেষ ইনিংসেও করুণ নায়ার, কেএল রাহুল, মণীশ পান্ডে, প্রসিদ্ধ কৃষ্ণারা বাংলার বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। স্বাভাবিকভাবেই 'শক্তিধর' কর্নাটকও ধরাশায়ী হয় বাংলার বোলিংয়ের সামনে। বিশেষত মুকেশ কুমারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৭৭ রানেই শেষ হয় কর্নাটকের ইনিংস।