সুখবর! এবার বিদ্যুতে ছুটবে গাড়ি, বাংলায় ১৪১টি চার্জিং স্টেশন উপহার কেন্দ্রের

সুখবর! এবার বিদ্যুতে ছুটবে গাড়ি, বাংলায় ১৪১টি চার্জিং স্টেশন উপহার কেন্দ্রের

কলকাতা: দূষণ রুখতে ডিজেল-পেট্রলচালিত যানবাহনের পরিবর্তে রাজ্যগুলিতে বিদ্যুৎ-চালিত গাড়ির ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। সেই উদ্যোগের কথা আগেও শোনা গিয়েছিল। কাজও শুরু হয়েছে সেই অনুসারে। চলতি মাসেই বিভিন্ন রাজ্যে চালু হচ্ছে বিদ্যুত-চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন। অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও শতাধিক চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সবগুলোই হবে কলকাতায়। ফেম ইন্ডিয়া স্কিম ফেজ ২- এ এমনই জানিয়েছে হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রক।

বিদ্যুত-চালিত যানবাহনের ব্যবহার বাড়াতে হলে দরকার প্রয়োজনীয় পরিকাঠামো। সেই কথা মাথায় রেখেই গোটা দেশ জুড়ে ২,৬০০টিরও বেশি চার্জিং স্টেশন বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ফেম স্কিমের অন্তর্ভুক্ত চার্জিং স্টেশন বসানোর জন্য ২০১৯-২০২০ থেকে ২০২১-২০২২ সময় পর্যন্ত ১০০০ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দও করেছে কেন্দ্র। চলতি মাসে ঘোষিত ২,৬৩৬টি চার্জিং স্টেশনের জন্য খরচ হবে আনুমানিক ৫০০ কোটি টাকা। গোটা দেশের ৬২টি শহরে তৈরি হবে এই স্টেশন। কলকাতা শহরে এই চার্জিং স্টেশনের সংখ্যা ১৪১টি, চলতি বছরের ৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে ভারী শিল্প সংক্রান্ত দফতর। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন হবে মহারাষ্ট্রে (৩১৭)।

এছাড়া অন্যান্য রাজ্যগুলির বিভিন্ন শহর মিলিয়ে অন্ধ্রপ্রদেশে ২৬০টি, অসমে ২০টি, বিহারে ৩৭টি, চণ্ডীগড়ে ৭০টি, ছত্তিশগড়ে ২৫টি, দিল্লিতে ৭২,  গুজরাটে ২২৮, হরিয়ানায় ৫০, হিমাচলপ্রদেশে ১০, কর্নাটকে ১৭২, কেরলে ১৩১, মহারাষ্ট্রে ৩১৭টি, মধ্যপ্রদেশে ১৫৯টি, মেঘালয়ে ৪০টি, উড়িষ্যায় ১৮টি, পন্ডিচেরিতে ১০টি, রাজস্থানে ২০৫টি, সিকিমে ২৯টি, শ্রীনগরে ২৫টি, তামিলনাড়ুতে ২৫৬টি, তেলঙ্গনায় ১৩৮টি, উত্তরপ্রদেশে ২০৭টি, উত্তরাখণ্ডে ১০টি এবং পশ্চিমবঙ্গে ১৪১টি চার্জিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।

ফেম ইন্ডিয়া স্কিমের ফেজ ওয়ান সম্পর্কিত প্রস্তাবের কথা ২০১৫ সালের মার্চ মাসেই জানিয়েছিল কেন্দ্র। তখন দু'বছরের পরিকল্পনা নিয়েই এই পদক্ষেপ করেছিল সরকার। ক্রমে সেই সময়সীমা বেড়েছে। এমনকী, ২০১৯ সালের মার্চ মাসে ফেম ইন্ডিয়া স্কিমের দ্বিতীয় দফা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের লক্ষ্যমাত্রা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছিল। ৭০০০ ই-বাস, পাঁচ লক্ষ বিদ্যুৎ-চালিত তিনচাকার গাড়ি, ৫৫ হাজার বিদ্যুৎ-চালিত চার চাকার প্যাসেঞ্জার কার এবং ১০ লক্ষ বিদ্যুৎ-চালিত দু'চাকার গাড়ির কথা জানানো হয়েছিল। এবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২,৬০০টিরও বেশি চার্জিং স্টেশন তৈরির উদ্যোগ পরিবেশ দূষণ রোখার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে বলেই মনে করছে বিশিষ্টমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 1 =