বঙ্গে এবার করোনা আতঙ্ক, বাংলায় কি ৩৫০ জন?

বঙ্গে এবার করোনা আতঙ্ক, বাংলায় কি ৩৫০ জন?

f6ffb78ef08d66796389b340cf213ee6

কলকাতা: করোনা আতঙ্কে জেরবার গোটা দেশ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা৷ আর তার জেরেই উদ্বেগ বেড়েছে কেন্দ্রের৷ জারি হয়েছে গুচ্ছ সতর্কতা৷ আর সেই উদ্বেগ বাড়িয়ে এবার পশ্চিমবঙ্গেও ছড়াল করোনা আতঙ্ক৷

ওয়ে টু নিউজ নামের একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত হওয়ার সন্দেহে ৩৪৫ জনকে নজরদারির আওতায় রেখেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর মন্তব্য উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়েছে গত দু’মাস ধরে৷ গত দু’মাসে মোট ১ হাজার ৭৫ জনকে নজরদারির আওতায় আনতে হয়েছে বাংলায়৷ তবে এই নিয়ে যাতে অযথা আতঙ্ক না ছাড়াই সেদিকে সাবধানী অধিকর্তারাও৷

এর আগে বাংলায় দুই পর্যটকে শরীরে করোনা আক্রমণ হওয়ার সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাদের রক্ত পরীক্ষাও করানো হয়৷ পরে এক পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়৷ যদিও পরে খতিয়ে দেখা যায়, ভিন দেশের দুই পর্যটক করোনা আক্রমণের শিকার হননি৷ অন্য কোনও কারণে একজনের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়েছিলেন তারা৷ যদিও পশ্চিমবঙ্গে একজনেরও দেহে কোনও করোনা প্রভাব পড়েনি৷ আক্রমণ হওয়ার খবরও নেই৷ ফলে, দয়া করে অযথা আতঙ্ক বা গুজব ছড়াবেন না৷ কেন্দ্র ও রাজ্যের সতর্কতা মেনে চলুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *