কেন এত করোনা-করানো? কেন্দ্রের ফন্দি ফাঁস মমতার, দিলেন চরম বার্তা

কেন এত করোনা-করানো? কেন্দ্রের ফন্দি ফাঁস মমতার, দিলেন চরম বার্তা

c4d9292341a0dee3fbe6813a7d226a9b

বালুরঘাট: করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে আদতে দিল্লির হিংসার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে৷ আজ দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ করোনা-করোনা করে আসলে মূল ঘটনা ঢাকার চেষ্টা করা হচ্ছে বলেও সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি৷

সভামঞ্চ থেকে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকে করোনা-করোনা করে বেশি মাথা ঘামাচ্ছে৷ নিশ্চয়ই এটা একটা রোগ৷ সারা পৃথিবী চিন্তা করছে৷ কিন্তু করোনা আতঙ্ক ছড়াবেন না৷ কোনও কোনও চ্যানেল আমি দেখছি, দিল্লির ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য, দিল্লির ঘটনা মানুষ যাতে ভুলে যায়, আসল ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করে বেড়াচ্ছে৷ যখন হবে তখন নিশ্চয়ই বলবেন৷ নিশ্চয়ই আমরা চাই, এর অসুখের ওষুধ বেরোতে৷ আমরা সব রোগের, রোগের মতোই বিবেচনা করি৷ আমরা চাই না, বাংলায় কারও একজনের হোক৷ কিন্তু সারা পৃথিবীতে একটা আশঙ্কার ব্যাপার হয়ে গিয়েছে৷’’

এরপরই সরাসরি বিজেপির নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘কিন্তু তাই বলে যারা মরে গেল, জ্যান্ত মানুষ৷ তাদের কিন্তু করোনা হয়নি৷ যারা এতগুলো মানুষকে খুন করা হল তাদের কিন্তু বিজেপির ডেঙ্গু হয়নি৷ তারা কিন্তু  এনসেফেলাইটিসে মারা যায়নি৷ তারা সোয়াইন ফ্লুতে মারা যায়নি বন্ধু৷ করোনা রোগে যদি কেউ মারা যেত, মোনকে সান্ত্বনা দেওয়ার থাকতো, যে একটা অসুখ বেরিয়েছে, চিকিৎসা নেই৷ ওষুধ নেই৷ মরে গেল৷ জীবন্ত মানুষগুলি স্বাভাবিক মানুষ, জীবন রক্ত চলত৷ হেঁটে বেড়াত৷ মায়ের কোলে থাকত৷ রাস্তায় ঘুরে বেড়াতো৷ বাজারে যেতে৷ দোকানে যেত৷ কাজে যেতে৷ মানুষগুলিকে পুড়িয়ে মেরে দিলেন আপনারা?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *