বাংলাদেশিরা আমাদের দেশের নাগরিক! আমি একবারও বলিনি: মমতা

বাংলাদেশিরা আমাদের দেশের নাগরিক! আমি একবারও বলিনি: মমতা

9c42568544c046a20ffa13af311ac7d3

বালুরঘাট: বাংলাদেশি নাগরিকত্ব বিতর্কে এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ভাষণ বিকৃতভাবে প্রকাশ করারও অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী৷ নাম না করে একশ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি৷

আজ দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি দেখছি, আমার বক্তৃতাকে বিকৃত ভাবে দেখানো হচ্ছে৷ মনে রাখবেন, আমি যেটা বক্তৃতা দিই, সেটা রেকর্ড করা থাকে৷ আমি কাল (মালদহের কালিয়াগঞ্জের সভা) একবারও বলিনি, যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের নাগরিক তারা সবাই আমাদের দেশের নাগরিক! বাংলাদেশ আছে যাঁরা আছেন তারা বাংলাদেশের নাগরিক৷ ভারতবর্ষে যাঁরা তাঁরা ভারতবর্ষের নাগরিক৷’’

এরপর ইতিহাসের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটা ইতিহাস৷ বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, ১৯৪৭ সাল পর্যন্ত এক ছিল৷ কি ছিল না? হ্যাঁ অথবা না৷ কী সাংবাদিক বন্ধুরা? আমি ভুল বলছি? ১৯৪৭ সালের পরে যখন দেশভাগ হল৷ পাকিস্তান থেকে অনেকে চলে এলেন ভারতবর্ষে৷ কেউবা পাঞ্জাবে, কেউবা গুজরাটে, কেউবা দিল্লিতে৷ বাংলাদেশ থেকে অনেকে চলে এসেছিল তখন বাংলায়৷ তখন একটা চুক্তি হয়েছিল নেহেরু-লিয়াকৎ চুক্তি৷ সেই চুক্তি অনুযায়ী তখন যাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তারা ভারতীয়৷ আর ১৯৭১ সালের মার্চ মাসে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন যারা এসে গিয়েছিল এপাড়ে, মনে রাখবেন, তাঁরা ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের চুক্তি অনুযায়ী তাঁরা এই দেশের নাগরিক৷ আমি তাদের কথা বলেছি৷ ভালো করে বুঝুন৷ একটা জিনিস পূর্ণাঙ্গ স্টাডি করুন৷ করে তাই করবেন৷ তা না হলে আমি কিন্তু দুঃখিত৷ আমার কথা বিকৃত হলে আমি কিন্তু আইন তার ব্যবস্থা নেবে৷ আমি যদি কোথাও ভুল কথা বলি আমাকে ধরবে, আমার কোন আপত্তি নেই৷ এইটুকু আপনারা আমাকে শেখাবেন না৷ কারণ উদ্বাস্তু আন্দোলনটা আমি খুব ভালো বুঝি৷ যদিও আমি নিজে উদ্বাস্তু নই৷ কিন্তু উদ্বাস্তু আন্দোলন আমি ভালো বুঝি৷’’

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি উদ্বাস্তুদের জন্য ঠিক কী কী কাজ করেছিলেন সেই সাংসদ জীবন থেকে৷ এই প্রসঙ্গে রাজ্য সরকারের একগুচ্ছ কর্মসূচি, পরিকল্পনার কথাও তুলে ধরার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *