মিশন বাংলা! ঘাসফুলের বাংলায় ঘাঁটি গাড়ছেন অমিত শাহ

মিশন বাংলা! ঘাসফুলের বাংলায় ঘাঁটি গাড়ছেন অমিত শাহ

কলকাতা: শিয়রে পুর নির্বাচন৷ তারপর বেজে যাবে বিধানসভা ভোটের দামামা৷ বাংলা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই গঠন গোছাতে শুরু করেছে বিজেপি৷ ভোটের আগে দলকে চাঙ্গা করতে এবার খাস কলকাতার মাটিতে ঘাঁটি গাড়তে চলেছেন অমিত শাহ৷ নিজে হাতে দল পরিচালোনা-সহ রণকৌশল নির্ধারণে বাংলা থেকে চাল চালতে প্রস্তুতি নিচ্ছেন শাহ৷

বাংলা ভোটকে পাখির করে ইতিমধ্যেই  বাংলা শিখতে শুরু করেছেন অমিত শাহ৷ বাংলা শেষের পাশাপাশি এবার বাংলায় অস্থায়ী ঠিকা তৈরি করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাংলায় থাকার জন্য ইতিমধ্যেই শহরে অমিত জন্য বাড়ি খুঁজছে বিজেপি৷ সেখানে তৈরি হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অস্থায়ী অফিস৷ আপাতত বাইপাসের ধারে অথবা রাজারহাটের কাছে অমিত শাহের বাড়ি তৈরি করার সম্ভাবনা রয়েছে৷ ২১-এর নির্বাচনকে লক্ষ্যে এবার বাংলায় অমিত শাহের ঘাঁটি গড়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নয়া চর্চা৷

বিজেপি সূত্রে খবর, পুজোর পর থেকেই সংগঠন বাড়াতে বাংলায় স্থায়ী ঠিকানা বানাবেন শাহ৷ আর সেই কারণে তাঁর বাড়ি তৈরি করার বিকল্প করা হচ্ছে৷ একদিকে যেমন তিনি দলের কাজ খতিয়ে দেখবেন, তেমন মন্ত্রকের কাজও করবেন সেই বাড়ি থেকে৷ বাংলার বাড়ি থেকে দলের নেতাদের ডেকে করবেন দফায় দফায় বৈঠক৷

বিজেপি সূত্রে খবর, পুরসভা নির্বাচনের পর থেকে মাসে একবার করে আসতে পারেন অমিত শাহ৷ পুজোর আগে সপ্তাহে অন্তত একদিন আসার পরিকল্পনা রয়েছে তাঁর৷ পুজোর পর থেকে মাসে অন্তত ৭-৮ দিন থাকতে পারেন তিনি৷ বাংলায় থাকাকালীন নিজের মন্ত্রকের কাজ সামলাতে বিকল্প অফিস বানাতে পাবেন তিনি৷ আর সেই কথা মাথায় রেখে অমিত শাহের জন্য বিকল্প বাসস্থানের খোঁজার কাজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 10 =