রাজ্যসভায় ৪ প্রার্থীর নাম ঘোষণা মমতার, টিকিট পেলেন না ঋতব্রত, মণীশ

রাজ্যসভায় ৪ প্রার্থীর নাম ঘোষণা মমতার, টিকিট পেলেন না ঋতব্রত, মণীশ

453ad1406429ac7256f5381facb5d429

কলকাতা: আগামী ২৬ মার্চ রাজ্যের ৫ রাজ্যসভা আসনে নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ভোট ঘোষণার পরেই প্রার্থী বাছাই করল তৃণমূল৷ আজ তৃণমূলের তরফে রাজ্যসভায় ৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এই মুহূর্তে বর্তমানে সদস্য রয়েছেন ঋতব্রত ব্যানার্জি, যোগেন্দ্র নাথ চৌধুরী, ডক্টর কানোয়ার দ্বীপ সিং, মণীশ গুপ্ত এবং আহমেদ হাসান। আগামী ২ এপ্রিল এঁদের মেয়াদ শেষ হচ্ছে৷ পরিসংখ্যান বলছে, খালি হতে চলা পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল সহজেই জিততে পারে৷ পঞ্চম আসনে যদি জোট প্রার্থী দেয়, তাহলে জয় নিশ্চিত৷ তা না হলে লড়াই হতে পারে৷ আর সেই অঙ্ক বুঝে আজ তৃণমূলের তরফে ৪ আসনে নাম ঘোষণা করা হয়েছে৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন মৌসম নুর, দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, অর্পিতা ঘোষ৷তবে, গত লোকসভা নির্বাচনে হারের পরও সংসদের টিকিট কার্যত নিশ্চিত মৌসম নুর, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ৷ সাংসদ পদ নিশ্চিত সুব্রত বক্সির৷ টিকিট পাচ্ছেন না মণীশ গুপ্ত৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকে আবারও মণীশ গুপ্তকে প্রার্থী করা হতে পারে বলে খবর৷ বামেদের টিকিট নিয়ে সাংসদ হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গিয়েও টিকিট নিশ্চিত করতে পারেননি৷

তৃণমূল শিবিরের যখন এই অবস্থা, তখন বাম কংগ্রেসের জোট প্রার্থী নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে৷ জোটপ্রার্থী হিসেবে সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলেই সূত্রের খবর৷ কিন্তু সেখানেও সমস্যা থাকছে৷ একাধিক কংগ্রেস বিধায়ক কংগ্রেসের কাউকে রাজ্যসভায় পাঠাতে ইচ্ছা প্রকাশ করেছেন৷ বামেদের তা সমর্থন করতে হবে৷ এর আগে রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তীকালে রাজ্যসভার নির্বাচন নিয়ে বামেদের আচরণে ক্ষুব্ধ কংগ্রেসের একটা বড় অংশ৷ সেই কারণে একাংশের দাবি, বাম প্রার্থী নয় কংগ্রেসের প্রার্থীকে রাজ্যসভায় পাঠানো হোক৷ উঠে আসছে একাধিক নাম৷ প্রথম নামই রয়েছে রয়েছে প্রিয়ঙ্কা গান্ধির নাম৷ যে নামে সমর্থন করতে বামেদের সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে৷ আবার সেই তালিকায় রয়েছেন দ্বিগ্বিজয় সিং, মীরা কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এমনকি আব্দুল মান্নানের নামও৷ এই নিয়ে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস হাইকমান্ডকে তদ্বির করে চিঠিও পাঠিয়েছে৷ কংগ্রেস নেতারা স্বীকার করে নিয়েছেন, যাই সুপারিশ করা হোক না কেন দিল্লি থেকে যে নাম আসবে, সেটাই মানা হবে। তবে বাম নয়, প্রার্থী হবে কংগ্রেসের৷

আগামী ২৬ মার্চ দেশের ১৭টি রাজ্যের ৫৫টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ করা হবে বলে জাতীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে৷ নির্বাচনের জন্য ৬ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ৷ ১৬ মার্চ সেগুলি পরীক্ষা করা হবে৷ ১৮ মার্চ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন৷ ২৬ মার্চ সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের বিধানসভায় ভোট গ্রহণ করা হবে৷ ওই দিন বিকাল পাঁচটায় ভোটের ফলাফল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *