কলকাতা: আগামী ২৬ মার্চ রাজ্যের ৫ রাজ্যসভা আসনে নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ভোট ঘোষণার পরে রবিবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল৷ তৃণমূলের তরফে রাজ্যসভায় ৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বাম-কংগ্রেসের তরফেও রাজ্যসভায় নতুন মুখের নাম ঘোষণা করতে চলেছে বলে খবর৷ সাংসদ হওয়ার স্বপ্ন শেষ সীতারাম ইয়েচুরির৷
বাম-কংগ্রেস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য সীতারাম ইয়েচুরির নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব আকারে পেশ করা হয়৷ কিন্তু, পত্রপাঠ সেই আর্জি খারিজ হয়েছে পলিটব্যুরোর বৈঠকে৷ ভোটাভুটিতে খারিজ হয়ে যায় সীতারাম ইয়েচুরির নাম৷ এরপর নতুন করে নামের খোজ শুরু হয়েছে৷ বাম-কংগ্রেস সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বাম-কংগ্রেস জোট প্রার্থী হতে চলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ সীতারাম ইয়েচুরি নাম খারিজ হওয়ার পর আইনজীবীর নাম প্রস্তাব হতেই সমর্থনের আশ্বাস দিয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ আপাতত বিকাশ রঞ্জনের নামে কোন আপত্তি তোলেনি কংগ্রেস শিবির৷ ফলে বাম-কংগ্রেসের যৌথ ভোটে পেলে একপ্রকার নিশ্চিত বিকাশ রঞ্জনের রাজ্যসভার টিকেট৷
এর আগে মহম্মদ সেলিমের নাম নিয়ে শুরু হয় চর্চা৷ কিন্তু কংগ্রেসের তরফে তা আপত্তি তোলা হয়৷ এরপর বিকাশ রঞ্জনের নাম প্রস্তাব করা হলে কোনও আপত্তি তোলেনি কংগ্রেস৷ বিকাস ভট্টাচার্যের নামেই আপাতত সর্বসম্মতিক্রমে সমর্থন মিলছে বলে খবর৷ বিকাশ রঞ্জন প্রার্থী হলে কংগ্রেসের কোন আপত্তি নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ এই মুহূর্তে একক শক্তিতে রাজ্যসভায় জেতার মতো অবস্থায় নেই বাম-কংগ্রেসের৷ জিততে গেলে উভয় উভয়কে সহযোগিতা করতে হবে৷ কংগ্রেসের তরফে সীতারাম ইয়েচুরির নাম প্রস্তাব করা হলেও পলিটব্যুরো তা খারিজ করে দেয়৷ পরে মহম্মদ সেলিমের নাম প্রস্তাব করা হলেও কংগ্রেস তা খারিজ করে দেয়৷এরপর বিকাশ রঞ্জনের নাম নিয়ে চর্চা হয়৷
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বিকাশ রঞ্জন বাম-কংগ্রেস জোটের পরবর্তী রাজ্যসভায় সাংসদ হতে চলেছেন৷ কেননা, সংখ্যাতত্ত্ব বলছে, এই মুহূর্তে ৫২টি ভোট রয়েছে বাম ও কংগ্রেস শিবিরে৷ ৪৮ থেকে ৪৯টি ভোট পেলেই রাজ্যসভার সাংসদ পদ নিশ্চিত বিকাশের৷ ইতিমধ্যেই তৃণমূল চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ বাম-কংগ্রেস জোট পঞ্চম আসনের জন্য লড়াই করবে৷ এরপর বিজেপি কিংবা তৃণমূলের তরফে পঞ্চম আসনে কোনও প্রার্থী না দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকাশের জয় নিশ্চিত৷
আগামী ২৬ মার্চ দেশের ১৭টি রাজ্যের ৫৫টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ করা হবে বলে জাতীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে৷ নির্বাচনের জন্য ৬ মার্চ বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মার্চ৷ ১৬ মার্চ সেগুলি পরীক্ষা করা হবে৷ ১৮ মার্চ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন৷ ২৬ মার্চ সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের বিধানসভায় ভোট গ্রহণ করা হবে৷ ওই দিন বিকাল পাঁচটায় ভোটের ফলাফল৷