উঠে যাচ্ছে বাংলার সমস্ত চেকপোস্ট, হবে না চেকিং! ঘোষণা মুখ্যমন্ত্রীর

উঠে যাচ্ছে বাংলার সমস্ত চেকপোস্ট, হবে না চেকিং! ঘোষণা মুখ্যমন্ত্রীর

d702e0260fa053b689c97bc0b9b7bb1b

কলকাতা: কৃষকদের জন্য কল্পতরু রাজ্য সরকার৷ কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে ও কৃষি পণ্য পরিবহণে বাড়তি সুবিধা দিতে আগামী পয়লা এপ্রিল থেকে উঠে যাচ্ছে বাংলার সমস্ত চেকপোস্ট৷ চেকপোস্টে কর্মরত কর্মীদের বিকল্প কাজ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

আজ নবান্ন থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী পয়লা এপ্রিল থেকে বাংলায় সমস্ত চেকপোস্ট উঠে যাবে৷ চেকপোষ্টে কর্মরত কর্মীদের কাজ যাবে না৷ তাঁদের নিকটবর্তী কৃষিবাজারে কাজ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷  আগামী পয়লা এপ্রিল থেকে চেকপোস্ট উঠে যাওয়ার কারণে ২০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে সরকারের৷

আজ নবান্ন এই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, ‘‘আপনারা জানেন কৃষকদের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখি৷ আর কৃষকদের আয় তিনগুণ এর জন্য রাজ্য সরকার কাজ করেছে৷ বাংলায় কৃষকরা যে সুযোগ-সুবিধা পান, অন্য কোন রাজ্য তা করতেই পারেনি৷ কারণ সবুজ বিপ্লব বাংলায় হয়েছে৷ আমাদের এখানে ১০৯টি চেকপোস্ট আছে৷ ২২টি সংস্থা চেকপোস্টগুলি পরিচালোনা করে৷ এই চেকপোস্টগুলিতে কী হয়, ঘণ্টার পর ঘণ্টা কৃষি পণ্য নিয়ে যেতে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়৷ যতক্ষণ পোস্টগুলি ক্লিয়ার না হয়৷ এটা অনেক সময় টাইম বেশি লাগার ফলে কৃষি জন্য নষ্ট হয়ে যায়৷ এই ধরণের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে আমরা পেয়েছি৷ এই অভিযোগ পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, কৃষিপণ্য নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া খুব সহজ করতে আমরা চেকপোস্ট তুলে দিচ্ছি৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১০৯ চেকপোস্ট পয়লা এপ্রিল থেকে তুলে দেয়া হচ্ছে৷ এতদিন চেকপোস্ট যারা টাকা কালেকশন করত, তাদের চাকরি যাবে না৷ কাছের কৃষিবাজারে তাঁদের কাজ দেওয়া হবে৷ এখন থেকে কোনও চেকিং থাকবে না৷ কোন পণ্য আনলে নিজে থেকে সেল্ফ ডিক্লারেশন দিলেই চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *