মাঝ গঙ্গায় ডুবল ‘মমতাময়ী’ বার্জ, ছড়াচ্ছে দূষণ!

মাঝ গঙ্গায় ডুবল ‘মমতাময়ী’ বার্জ, ছড়াচ্ছে দূষণ!

কলকাতা: মাঝ গঙ্গায় বার্জের সঙ্গে জাহাজের সংঘর্ষ৷ সংঘর্ষের পর আগুন ধরে যায় বাংলাদেশি পণ্যবাহী বার্জের৷ বজবজের কাছে হুগলি নদীতে ডুবে যায় বাংলাদেশি ওই পণ্যবাহী বার্জ৷ ফ্লাই অ্যাশ বোঝাই বার্জ ডুবে যাওয়ার ঘটনায় দূষণ ছড়িয়েছে গঙ্গায়৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে এমভি মমতাময়ী নামের ওই বার্জটি বাংলাদেশের দিকে যাচ্ছিল৷ উল্টোদিক থেকে আসছিল পোর্ট ট্রাস্টের একটি জাহাজ৷ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার কাছে দু’টি জলযানের মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষের জেরে বার্জের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ মুহূর্তেই আগুন ধরে যায় বার্জে৷ এরপর ঢুবতে শুরু করে ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি ওই বার্জ৷

দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ সেখান থেকে উদ্ধার করে আনা হয় বার্জের কর্মীদের৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বার্জ কর্মী৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর ডায়মন্ডহারবার দিকে চলে যায় পোর্টের জাহাজ৷ ফ্লাই অ্যাশ থাকা বার্জ ডুবে যাওয়ার ঘটনায় গঙ্গায় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 6 =