কাপড় দিয়ে বাড়িতেই তৈরি করুন মাস্ক, নয়া আবিষ্কার দিলীপের

কাপড় দিয়ে বাড়িতেই তৈরি করুন মাস্ক, নয়া আবিষ্কার দিলীপের

কলকাতা: তিনি মুখ খুললেই খবর! বিতর্কও বটে৷ করানো নিয়েও তার ব্যতিক্রম ঘটল না৷ গোটা বিশ্বজুড়ে যখন করোনা মহামারি আকার ধারণ করেছে, ঠিক তখনই ভাইরাস রুখতে নয় তত্ত্ব দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

আজ বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষের তত্ত্ব, বাজারে মাস্কের আকাল পড়ে গিয়েছে৷ ফলে বাড়িতেই কাপড় দিয়ে তৈরি করে নিন মাস্ক৷ কারণ বাজারে কবে মাস্ক ঠিকঠাক মিলবে, তা জানা নেই৷ বিজ্ঞানীরা বলছেন, বাড়ির কাপড় দিয়ে মাস্ক তৈরি করলে এই ভাইরাস প্রতিরোধ করা যায়৷ এমনই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ৷

সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘করোনা নিয়ে গোটা দুনিয়া জুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে৷ আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে সারা বিশ্বজুড়ে৷ গোটা বিশ্বের কয়েক লক্ষ লোক আক্রান্ত হয়েছেন৷ ১১৪-১৫টি দেশে ছড়িয়ে পড়েছে৷ সবাই বলছে এই রোগ রুখতে মাস্ক পরুন৷ কিন্তু পাবেন কোথায়? আমার মনে হয়, বাড়িতে নিজের পরিষ্কার কাপড় কেটে, দড়ি বেঁধে, সুতো দিয়ে তৈরি করা উচিত৷ তাতেই কাজ হয়ে৷ দু-একজন মাস্কের ডিজাইন করে দিয়েছেন৷ বায়ো মাস্ক আমাকে দিয়েছেন৷ কারণ এই ভাইরাস সাধারণ কাপড়েও আটকানো যাবে৷ এরা বিজ্ঞানীরা বলছেন৷ আমার মনে হয় শুদ্ধ পরিষ্কার কাপড় দিয়ে যদি কেউ মাস্ক বানিয়ে নেন, তাহলেই হবে৷ বিপদের ব্যাপার৷ কেটেও যাবে৷ মাস্ক পাওয়া যাবে কি না, কবে পাওয়া যাবে, আর ভারত-চিনের সাপ্লাই করতে গিয়েই দু-তিন মাস কেটে যাবে৷ আমাদের দেশে যা জনসংখ্যা, আমার মনে হয় তাৎক্ষণিকভাবে এইটা নিজেদের মাস্ক তৈরি করে নিতে পারেন৷ এটা ভালোই হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =