কলকাতা: শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আয়কর সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল দক্ষিণ ২৪ পরগণা ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলস-এর তরফে। এপ্রিল মাসের ২৩ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট দফতরের জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটিতে। জেলার সমস্ত স্কুলের প্রতি এই নির্দেশিকার ক্ষেত্রে কম্পিউটেশন ফর্ম জমা করার কথা জানিয়েছে তারা।
দক্ষিণ ২৪ পরগণা জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে চলতি মাসের ৬ তারিখ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে আয়কর সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ফর্মে। বিজ্ঞপ্তিটিতে সেই কম্পিউটেশন ফর্মের একটি কপিও সংযোজন করেছে সংশ্লিষ্ট বিভাগ। জেলার সমস্ত জুনিয়র হাই স্কুল, এইচএস স্কুলগুলি ছাড়াও মাদ্রাসার প্রধানশিক্ষকের উদ্দেশে দেওয়া হয়েছে এই নির্দেশিকা। সেখানে বলা হয়েছে চলতি অর্থবছরের আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের।
শুধুমাত্র একটি কম্পিউটেশন ফর্ম ফিল আপ করলেই হবে বলে জানানো হয়েছে। অন্য কোনও ডকুমেন্টের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা বিদ্যালয় পরিদর্শকের বিজ্ঞপ্তিতে। জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার মহকুমা (এডিআই) , ক্যানিং মহকুমা (এআই) এবং কাকদ্বীপ মহকুমার (এআই) নামও উল্লেখ করা হয়েছে সেখানে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট বিভাগে জমা করতে হবে সমস্ত তথ্য।