কলকাতা: করোনা আতঙ্কে এর আগে খড়গপুর আইআইটি, বিশ্বভারতী বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি। করোনা মোকাবিলায় সতর্কতা হিসেবে রাজ্যের সব সরকারি, বেসরকারি ও সরকার অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার পঠনপাঠন বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ১৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। তবে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার কোনও রদবদল হচ্ছে না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্কুল কলেজ বন্ধের নির্দেশিকা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট মহুয়া দাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার সতর্কতায় স্কুল কলেজ বন্ধ থাকলেও চলবে উচ্চ মাধ্যমিক (২০২০) পরীক্ষা এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। শিক্ষক ও শিক্ষাকর্মীর উদ্দেশে জানানো হয়েছে যে, পরীক্ষাকেন্দ্রে ইনভিজিলেটরদের নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শকের ভূমিকা ছাড়াও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্ধারিত দায়িত্বও পালন করতে হবে তাঁদের। যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী অন্য স্কুলে পরিদর্শক বা পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও লাগু হবে এই নিয়ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে আইআইটি খড়গপুর, অ্যামিটি, বিশ্বভারতীও সাময়িক বন্ধের ঘোষণা করেছে। বিশ্বভারতীর তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের করোনা সতর্কতার নির্দেশের সঙ্গে মিল রেখে, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বভারতীর অধীনে থাকা (পাঠ ভবনের হস্টেলসহ) সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হস্টেল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।'