কলকাতা: করোনা আতঙ্কে মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বিধানসভা। সোমবার সর্বদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে যাবতীয় কাজকর্ম সেরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে যেকোনো ধরণের জমায়েত বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। সেই অনুযায়ী জমায়েতের বিষয়টিকে মাথায় রেখেই বিধানসভায বন্ধ রাখার সিদ্ধান্ত।
এদিকে আগামী ২৬ মার্চ থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সোমবারের বৈঠকের পর অধিবেশন বন্ধ থাকার বিষয়টিও নিশ্চিত হয়ে গেল। গত শুক্রবার থেকেই বিধানসভায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। করোনার জেরে বাড়তি সতর্কতা ঘোষণা করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছিল বিধায়করা ১ জনের বেশি সঙ্গী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। বিধায়কদের পাশাপাশি গ্যালারিতেও দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। সাংবাদিকদের প্রবেশের বিষয়টিও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল।
গত ১৩মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতিভবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একই সঙ্গে বন্ধ থাকবে রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম কমপ্লেক্সও৷ যদিও সংসদের চলতি অধিবেশন বন্ধ রাখার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেখানে সেখানে সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।