টোকিও: জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিনেট রাখা প্রমোদতরীতে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে এই প্রমোদতরীতে মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো এই খবর নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রমোদতরীতে আক্রান্তদের মধ্যে ২১ জন জাপানি রয়েছেন। বাকিরা বিশ্বের অন্যান্য দেশের নাগরিক বলে জানা গিয়েছে। জাপানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রমোদতরীতে সন্দেহজনক ২৭৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলে জানা গিয়েছে। তবে বাকি প্রায় সাড়ে তিন হাজার যাত্রীকে এখনও তীরে নামতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। আগামী ১৪দিন জাপান প্রশাসন তাঁদের প্রমোদতরীতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত জাপানে প্রায় ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতিতে লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শুধু বৃহস্পতিবারেই চিনে করোনাভাইরাসে ৭৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চিনের বাইরে হংকং ও ফিলিপিন্সে দুই জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে মৃত ব্যক্তি চিনের নাগরিক বলে জানা গিয়েছে। চিনের বাইরে আরও অন্তত ২৫টি দেশে ২৫০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের ‘উৎসস্থল’ বলা হচ্ছে।