প্রাক্তন তৃণমূল নেতাকে টপকে রাজ্যসভার সাংসদ হচ্ছেন বিকাশ

প্রাক্তন তৃণমূল নেতাকে টপকে রাজ্যসভার সাংসদ হচ্ছেন বিকাশ

68e9c4504093e77031f1fe9d7a6acaee

 

কলকাতা: সমস্ত বাধা কাটিয়ে এই প্রথম রাজ্যসভায় সাংসদ পদে মনোনীত হতে চলেছেন বাম-কংগ্রেস প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ পদ্ধতিগত সমস্যা থাকায় বাতিল হয়ে গিয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যসভার পঞ্চম আসরে নির্দল প্রার্থী দীনেশ বাজাজের  মনোনয়নপত্র৷ আর তার জেরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ পদে শংসাপত্র পেতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷

রাজ্যসভায় প্রার্থী দেওয়াকে কেন্দ্র করেও ধাক্কা খেতে হয় শাসকদল তৃণমূলকে৷ রাজ্যের ৫ আসনে মোট ছ’জন প্রার্থী মনোনয়ন জমা দেন৷ তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর ও প্রাক্তন তৃণমূল বিধায়ক ততা ‘নির্দল’ দীনেশ বাজাজের মনোনয়নপত্র ঘিরে তৈরি হয় ধোঁয়াশা৷ স্ক্রুটিনি পর্বে দু’জনের মনোনয়নের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয় অনিশ্চিয়তা৷ স্ক্রুটিনি পর্বে বাকি চার প্রার্থীর ক্ষেত্রে তেমন কোনও ত্রুটি ধরা না পড়লেও মৌসম ও দীনেশ বাজাজ মনোনয়নে ত্রুটি ধরা পড়ে৷ পরে মৌসমকে কমিশনের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হলেও বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে জমা দেওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক ততা ‘নির্দল’ দীনেশ বাজাজের মনোনয়নপত্র৷

সংখ্যা বলছে, তৃণমূলের ঘোষিত চার প্রার্থীর জয় নিশ্চিত৷ তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, চার তৃণমূল সাংসদকে জেতানোর পর তৃণমূলের হাতে বাড়তি কিছু ভোট রয়েছে৷ সেই ২৬টি বাড়তি ভোট দিয়ে এবার বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জয় রুখে দেওয়া হয়৷ সেই হিসাবে রাজ্যসভায় পঞ্চম আসনের জন্য প্রার্থী হতে চান তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ৷ রাজ্যসভার পঞ্চম আসনের জন্য তৃণমূলের হাতে থাকা বাড়তি ২৬টি ভোট দীনেশের সমর্থনে যেতে পারে বলেও জানানো হয়৷ কিন্তু, মনোনয়নে সমস্যা থাকায় ভেস্তে যায় তৃণমূলের সমস্ত পরিকল্পনা৷ বাতিল দীনেশের প্রার্থীপদ৷ ফলে, বিনালড়াইয়ে সাংসদপদ নিশ্চিত বিকাশ ভট্টাচার্যের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *