সরকারি কর্মচারীদের সকাল-সকাল ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি কর্মচারীদের সকাল-সকাল ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

81eb062d7d7a4be733f7f75db181cd5e

কলকাতা: করোনা সংক্রমণ রুখতে এবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে একগুচ্ছ পরিষেবার সূচনা করে সরকারি কর্মচারীদের জন্য আগাম ছুটি ও মানবিকতার খাতিরে মেডিক্যাল লিভ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

করোনা রুখতে কী করতে হবে, আর কী করা যাবে না, তা নিয়েও সাধারন জনতাকে বার্তা দেন তিনি৷ গুজব, ভুয়ো খবরে বিশ্বাস না করার বিষয়ে বার্তা দেন মমতা৷ নবান্নের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দূরত্ব বজায় রাখুন৷ সামনাসামনি কথা বলবেন না৷ হ্যান্ড স্যানিটাইজ করুন৷ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন৷ শরীর খারাপ হলে ডাক্তার দেখান৷ দয়াকরে এগুলি আপনারা করুন৷ আমরা কর্মচারীদের স্বার্থে বলছি, আপনার যদি কেউ অসুস্থ থাকেন, ভয় পাওয়ার কোন কারণ নেই৷ অনলাইনে মেডিক্যাল লিভ আবেদন করুন৷ মানবিকতার খাতিরে আমরা এগুলি দেখে নেব৷ চিফ সেক্রেটারির কাছে ডিপার্টমেন্টের মাধ্যমে আবেদন করুন৷’’

এরপর আগাম ছুটি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমরা আগামীকাল থেকে, যেহেতু হাইকোর্টেও করেছে৷ আমরা বিকেল চারটে পর্যন্ত… রোস্টার করে নেবেন৷ যারা আছেন, দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত যারা কাজ করতেন, তাদের চারটের মধ্যে আমরা ছুটি করে দেব৷ যাতে একই সময়ে বাসে ভিড় না হয়৷ যাতে তারা হালকা থেকেন৷ যাতে একটু সকাল-সকাল বাড়ি যেতে পারেন অনেক৷ বাড়ি আনেক নিরাপদ বলে আমরা মনে করি৷ আপনারা ভালো থাকলে রাজ্য ভালো থাকবে৷ এই কয়েকটা দিন সাবধানে থাকা উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *