বাংলায় আরও মহার্ঘ প্ল্যাটফর্ম টিকিট, দক্ষিণ-পূর্ব রেল নয়া ঘোষণা

বাংলায় আরও মহার্ঘ প্ল্যাটফর্ম টিকিট, দক্ষিণ-পূর্ব রেল নয়া ঘোষণা

কলকাতা: আশঙ্কা ছিলই৷ পর এবার করোনার জেরে দাম বাড়ল দক্ষিণ-পূর্ব রেলের প্ল্যাটফর্ম টিকিট৷ করোনার জেরে চলতি মাসে রেলের ৬০ শতাংশ টিকিট বাতিল হয়েছে৷ আর সেই ক্ষতি পূরণ করতে দক্ষিণ-পূর্ব রেল প্ল্যাটফর্ম টিকিটের দাম এক ধাক্কায় ২০ থেকে ৫০ টাকা৷ করোনা সতর্কতার কারণে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করতে এই দাম বৃদ্ধির ধোষণা বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল৷

জানা গিয়েছে, আগামী কাল থেকে বাংলার একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে৷  আগামীকাল থেকে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে ৫০ টাকা৷ খড়গপুর, টাটানগর স্টেশনে প্লাটফর্ম টিকিট ৪০ টাকা৷ সাঁতরাগাছি, শালিমার, মেচেদা প্লাটফর্ম টিকিট দাঁড়াচ্ছে ৩০ টাকা৷ এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, বাগনান স্টেশনে কুড়ি টাকা হচ্ছে প্লাটফর্ম টিকিট৷

রেলে তরফে প্লাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়েছে, করোনা ভাইরাসের আতঙ্কের জেরে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ স্টেশনে যাতে অযথা ভিড় না বাড়ে, তার জন্য আগামী ১৯ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হচ্ছে৷ প্ল্যাটফর্ম টিকিটের জন্য অনেক সময় স্টেশনে ভিড় বেড়ে যায়৷ সেই সমস্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায় জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল৷

যদিও প্রশ্ন উঠছে, এই মুহূর্তে লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা৷ সেই পাঁচ টাকা টিকিট কেটেও স্টেশনে ঢোকা সম্ভব৷ সেক্ষেত্রে শুধুমাত্র প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বাড়িয়ে ভিড় কতটা নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =