বিদেশ ফেরত মিমির গাড়ি চালক, কেন আইসোলেশনে নয়? ১০০ ডায়ালে অভিযোগ

বিদেশ ফেরত মিমির গাড়ি চালক, কেন আইসোলেশনে নয়? ১০০ ডায়ালে অভিযোগ

কলকাতা: অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রনবর্তী সদ্য লন্ডন থেকে ফিরেছেন৷ মিমি চক্রবর্তীর সঙ্গে ছিল তাঁর গাড়ির চালকও৷ মিমির সঙ্গে বিদেশ থেকে ফিরলেও কেন তাঁদেক আইসোলেশন রাখা হবে না? প্রতিবাদ জানিয়ে ১০০ ডায়ালে ফেন স্থানীয়দের৷

বিদেশ ফেরত তা সত্ত্বেও কেন আসলোশনে রাখা হচ্ছে না তাঁদের? এই মর্মে অভিযোগ জানিয়ে ১০০ ডায়ালে ফেন করেন স্থানীয় বাসিন্দারা৷ আজ সকালে অসমাপ্ত শুটিং ফেলে লন্ডন থেকে দেশে ফেরেন সাংসদ মিমি চক্রবর্তী৷ মিমির সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক প্রীতম৷ তিনিও মিমির সঙ্গে লন্ডন গিয়েছিলেন৷ আজ সকালে ফেরার পর মিমি চক্রবর্তী তাঁর ফ্ল্যাটে চলে যান৷ মিমির গাড়িচালক বরানগরের বাড়িতে ফিরে যান৷ এরপরই বাধে বিপত্তি৷

বরানগরের বাড়িতে বিদেশ ফেরত মিমির গাড়ি চালকের বিরুদ্ধে ১০০ ডায়ালে ফেন করেন স্থানীয় বাসিন্দারা৷ ১০০ ডায়ালে ফেন করে স্থানীয়রা জানান, মিমির গাড়ির চালক বিদেশ থেকে ফিরলেও তাঁকে কেন আইসোলেশনে রাখা হচ্ছে না৷ সংক্রমণ ছড়িয়ে পড়লে তার দায় নেবে কে? এই মর্মে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা৷ তাঁদের আইসোলেশনে রাখার দাবিও জানানো হয়৷

অভিযোগ জানানো পর ১০০ ডায়ালের তরফে বরানগর থানায় যোগাযোগ করা হয়৷ পরে স্থানীয় থানার তরফে ওই গাড়ি চালককে বাড়িতে যায় এক প্রতিনিধি দল৷ সেখানে ওই গাড়ি চালককে নিজের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়৷ অন্যদিকে মিমি চক্রবর্তীও তিনি নিজেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =